সুদহার কমিয়ে বৈশ্বিক অস্থিরতায় সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৩:৩০

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার মূল সুদের হার কমিয়ে গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন করেছে। তবে ব্যাংকটি সতর্ক করেছে যে বিশ্বব্যাপী অস্থিরতা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি জাতীয় অর্থনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।

সিডনি থেকে এএফপি জানিয়েছে, রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে নগদ হার ৩.৮৫ শতাংশ নির্ধারণ করেছে। ব্যাংকটি বলেছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ব্যাংক সতর্ক করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সিদ্ধান্ত ও এর বৈশ্বিক প্রতিক্রিয়া অর্থনীতিতে যথেষ্ট অনিশ্চয়তা সৃষ্টি করছে।

এক বিবৃতিতে ব্যাংকের বোর্ড জানায়, এই পরিস্থিততে যদি পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তার কারণে ব্যয় কমিয়ে দেয়। তাহলে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরূপ বা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
এই হার ২০২৩ সালের মে মাসের পর সর্বনিম্ন। গত ফেব্রুয়ারিতে সুদহার কমানোর পর এটি ২০২০ সালের নভেম্বরের পর সুদের হার হ্রাসের প্রথম ধারাবাহিকতা।

সরকারের প্রতিক্রিয়া :
অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জিম চালমার্স এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, আমরা জানি কাজ এখনো শেষ হয়নি, আরও কিছু করার আছে।

রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল ৭.৮ শতাংশ, যা এখন নেমে এসেছে ২.৪ শতাংশে। তবুও, খাদ্য, জ্বালানি এবং আবাসনের উচ্চ ব্যয় এখনও অনেক অস্ট্রেলিয়ান পরিবারের উপর চাপ সৃষ্টি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০