নিলামে চট্টগ্রাম বন্দরে পরিত্যক্ত ৪৭৫টি কন্টেইনার 

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৭:৫৩
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৪৭৫টি পণ্যবাহী কনটেইনার নিলামে তোলার কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় বন্দরের পণ্যজট কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত কমিশনার মো. তফছির উদ্দিন ভূঁইয়া।

কাস্টমস ও বন্দরের একাধিক সূত্র জানায়, বর্তমানে বন্দরে প্রায় ৪০ হাজার কনটেইনার রয়েছে। এর মধ্যে অন্তত ১০ হাজার কনটেইনার দীর্ঘদিন ধরে পড়ে আছে, যেগুলোর খালাস হয়নি। এসব পরিত্যক্ত কনটেইনার বন্দরের জায়গা সংকটের অন্যতম কারণ হয়ে উঠেছে।

সূত্র মতে, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে পণ্য আমদানি করা হলেও যে সব পণ্য নির্ধারিত সময়ের মধ্যে খালাস হয়নি সেগুলোকে ‘পরিত্যক্ত’ হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের ‘দ্রুত নিলাম, বিলিবন্দেজ ও ধ্বংস কার্যক্রম’ শীর্ষক বিশেষ আদেশ অনুযায়ী এসব কনটেইনার এখন নিলামে তোলা হচ্ছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মো. তফছির উদ্দিন ভূঁইয়া বলেন, বন্দরের কার্যকারিতা বাড়াতে এবং আমদানি-রপ্তানির গতি ফেরাতে এ নিলাম কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ধাপে ৪৭৫টি কনটেইনার নিলামে তোলা হচ্ছে। এর জন্য এনবিআরের অনুমোদনও পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গন দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
দক্ষিণ এশিয়ায় যুব জলবায়ু নেতৃত্বের বলিয়াপাড়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সোহানুর রহমান
ইউএনইএ-৭ এ বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর বাংলাদেশের
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
বর্তমান সরকার সকল ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কৃষি সম্মেলন
ভারতীয় আধিপত্যবাদ বিরোধীদের ভয় দেখানো জন্য হাদিকে গুলি করা হয়েছে : সারজিস আলম
কূটনীতিকদের অংশগ্রহণে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ যোগে ঢাকা-চাঁদপুর-ঢাকা রিভার ক্রুজ অনুষ্ঠিত
গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
১০