নিলামে চট্টগ্রাম বন্দরে পরিত্যক্ত ৪৭৫টি কন্টেইনার 

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৭:৫৩
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৪৭৫টি পণ্যবাহী কনটেইনার নিলামে তোলার কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় বন্দরের পণ্যজট কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত কমিশনার মো. তফছির উদ্দিন ভূঁইয়া।

কাস্টমস ও বন্দরের একাধিক সূত্র জানায়, বর্তমানে বন্দরে প্রায় ৪০ হাজার কনটেইনার রয়েছে। এর মধ্যে অন্তত ১০ হাজার কনটেইনার দীর্ঘদিন ধরে পড়ে আছে, যেগুলোর খালাস হয়নি। এসব পরিত্যক্ত কনটেইনার বন্দরের জায়গা সংকটের অন্যতম কারণ হয়ে উঠেছে।

সূত্র মতে, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে পণ্য আমদানি করা হলেও যে সব পণ্য নির্ধারিত সময়ের মধ্যে খালাস হয়নি সেগুলোকে ‘পরিত্যক্ত’ হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের ‘দ্রুত নিলাম, বিলিবন্দেজ ও ধ্বংস কার্যক্রম’ শীর্ষক বিশেষ আদেশ অনুযায়ী এসব কনটেইনার এখন নিলামে তোলা হচ্ছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মো. তফছির উদ্দিন ভূঁইয়া বলেন, বন্দরের কার্যকারিতা বাড়াতে এবং আমদানি-রপ্তানির গতি ফেরাতে এ নিলাম কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ধাপে ৪৭৫টি কনটেইনার নিলামে তোলা হচ্ছে। এর জন্য এনবিআরের অনুমোদনও পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় খালে ডুবে ৩ শিশুর মৃত্যু
হবিগঞ্জে দুই মাদক কারবারি আটক 
অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট লিপু সহযোগীসহ সাতক্ষীরায় গ্রেপ্তার
জুলাই সনদ বাস্তবায়ন হলে স্বৈরাচারী কাঠামো বিলোপ হবে : বদিউল আলম মজুমদার 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটে বিনামূল্যে চক্ষু সেবা
মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানকালে চারব্যক্তির কারাদন্ড
সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সিলেটে গণমাধ্যম কর্মীদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
১০