নিলামে চট্টগ্রাম বন্দরে পরিত্যক্ত ৪৭৫টি কন্টেইনার 

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৭:৫৩
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৪৭৫টি পণ্যবাহী কনটেইনার নিলামে তোলার কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় বন্দরের পণ্যজট কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত কমিশনার মো. তফছির উদ্দিন ভূঁইয়া।

কাস্টমস ও বন্দরের একাধিক সূত্র জানায়, বর্তমানে বন্দরে প্রায় ৪০ হাজার কনটেইনার রয়েছে। এর মধ্যে অন্তত ১০ হাজার কনটেইনার দীর্ঘদিন ধরে পড়ে আছে, যেগুলোর খালাস হয়নি। এসব পরিত্যক্ত কনটেইনার বন্দরের জায়গা সংকটের অন্যতম কারণ হয়ে উঠেছে।

সূত্র মতে, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে পণ্য আমদানি করা হলেও যে সব পণ্য নির্ধারিত সময়ের মধ্যে খালাস হয়নি সেগুলোকে ‘পরিত্যক্ত’ হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের ‘দ্রুত নিলাম, বিলিবন্দেজ ও ধ্বংস কার্যক্রম’ শীর্ষক বিশেষ আদেশ অনুযায়ী এসব কনটেইনার এখন নিলামে তোলা হচ্ছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মো. তফছির উদ্দিন ভূঁইয়া বলেন, বন্দরের কার্যকারিতা বাড়াতে এবং আমদানি-রপ্তানির গতি ফেরাতে এ নিলাম কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ধাপে ৪৭৫টি কনটেইনার নিলামে তোলা হচ্ছে। এর জন্য এনবিআরের অনুমোদনও পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা জেলা পরিষদের বাস্তবায়নাধীন ভবনের নথি গায়েব : দুদকের অভিযান
‘আমরা জুলাই বিক্রি করি না, কাউকে বিক্রি করতেও দেবো না’
নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রীর নাম প্রস্তাব করলেন জেলেনস্কি
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান
মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবালের কর্ণধার খায়রুল বাশার গ্রেফতার
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী সৌদি আরব  
জয় ও পুতুলের নথি চেয়ে এনবিআরকে চিঠি দিল দুদক
সবুজ জ্বালানিতে চীনের সঙ্গে ‘ন্যায্য প্রতিযোগিতা’ চায় ইউরোপীয় ইউনিয়ন
এইচপি ও ডেভলপমেন্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন বিসিবি সভাপতি
নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে: মৎস্য উপদেষ্টা
১০