স্টারলিংক দ্রুত চালু করায় সরকারের প্রশংসা করেছেন ড্রেয়ার

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২০:৫১ আপডেট: : ১৯ জুলাই ২০২৫, ২০:৫৬
স্পেসএক্স স্টারলিংকের গ্লোবাল অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ছবি : বাসস

ঢাকা, ১৯ জুলাই, ২০২৫(বাসস) : দ্রুত গতিতে পরবর্তী প্রজন্মের যোগাযোগ সংযোগ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন স্পেসএক্স স্টারলিংকের গ্লোবাল অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

তিনি বলেন, ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দেশে স্টারলিংক পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল যাত্রায় একটি ঐতিহাসিক মুহূর্তের সূচনা করতে পেরে আমি গর্বিত।’

শুক্রবার এক সংবাদ সম্মেলনে লরেন ড্রেয়ার গণমাধ্যম এবং বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানবিক সম্ভাবনার ভিত্তি হিসেবে সংযোগকে গ্রহণ করে আপনি আপনার দেশকে অন্যদের জন্য অনুসরণীয় মডেল হিসেবে স্থাপন করেছেন।’

ড্রেয়ার সরকারের সিদ্ধান্ত গ্রহণের গতির বিষয়টি কথা তুলে ধরে বলেন, প্রাথমিক সংলাপের মাত্র কয়েক মাসের মধ্যেই স্টারলিংক পরিষেবা আলোচনা থেকে স্থাপনের দিকে এগিয়ে গেছে।

লরেন ড্রেয়ার, যিনি এখন স্টারলিংকের বিশ্বব্যাপী কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন, তিনি বলেন, স্টারলিংক, বর্তমানে প্রায় ১৫০টি দেশ এবং অঞ্চলে সক্রিয়, উচ্চ-গতির স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস দেয়, যা স্থিতিস্থাপক, স্কেলেবল এবং স্থল অবকাঠামো থেকে স্বাধীন - এটি বাংলাদেশের মতো ভৌগোলিকভাবে বৈচিত্র্যময় একটি জাতির জন্য আদর্শ।

তিনি বলেন, পরিষেবাটি এখন প্রত্যন্ত গ্রাম, সুবিধাবঞ্চিত সম্প্রদায় এবং প্রাকৃতিক দুর্যোগ বা অবকাঠামোগত চ্যালেঞ্জের ঝুঁকিপূর্ণ এলাকায় ইন্টারনেট অ্যাক্সেস দিতে সক্ষম।

ড্রেয়ার বলেন, ‘এটি কেবল স্যাটেলাইট সেবা নয়। দূরবর্তী শিক্ষা, টেলিমেডিসিন, ডিজিটাল উদ্যোক্তা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছে।’

তিনি ফেলিসিটি আইডিসি এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডসহ স্থানীয় অংশীদারদের ভূমিকারও প্রশংসা করেন।

সংবাদ সম্মেলনে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

স্টারলিংকের গ্লোবাল পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস পরিচালক রিচার্ড গ্রিফিথস; আইসিটি বিভাগের সচিব শিশ হায়দার চৌধুরী; ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জহিরুল ইসলাম; এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কৃষি সম্মেলন
ভারতীয় আধিপত্যবাদ বিরোধীদের ভয় দেখানো জন্য হাদিকে গুলি করা হয়েছে : সারজিস আলম
কূটনীতিকদের অংশগ্রহণে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ যোগে ঢাকা-চাঁদপুর-ঢাকা রিভার ক্রুজ অনুষ্ঠিত
গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
১০