ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে ঢাকা শান্তিপূর্ণ সমাধান চায়: তৌহিদ

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২০:৪৮ আপডেট: : ২৮ এপ্রিল ২০২৫, ১৬:০২
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস): দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় হিসেবে আলোচনা ও কূটনীতির উপর জোর দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বলেছেন, বাংলাদেশ কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান চায়। 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “আমাদের অবস্থান সুস্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই।” 

তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশক ধরে সংঘাতপ্রবণ সম্পর্ক বিরাজ করছে। তবে, ঢাকা কোনও বড় সংঘর্ষ চায় না যা এই অঞ্চলের জনগণকে বিপদাপন্ন করতে পারে।

হোসেন বলেন, ভারত ও পাকিস্তান উভয়ের সাথেই বাংলাদেশের সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। 

তিনি বলেন, ‘আমরা আশা করি তারা (ভারত ও পাকিস্তান) তাদের মতবিরোধ সংলাপ ও পরামর্শের মাধ্যমে সমাধান করবে। কিছু দেশ ইতোমধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। দ্বিপাক্ষিক আলোচনা বা মধ্যস্থতার মাধ্যমেই হোক, আমরা দেখতে চাই যে, উত্তেজনা হ্রাস পেয়েছে ও শান্তি বজায় রয়েছে।’ 

ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাবের বিষয়ে ইরান ও সৌদি আরবকে বাংলাদেশ অনুসরণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এই পর্যায়ে, আমরা মনে করি না যে, আমাদের জন্য কোনো মধ্যস্থতার ভূমিকা গ্রহণ করা যথাযথ হবে।’

তিনি বলেন, ‘তারা (ভারত ও পাকিস্তান) যদি বিশেষভাবে আমাদের সহায়তা চায়, তাহলে আমরা তা বিবেচনা করব। ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা কোনো উদ্যোগ নেব না।’

বাংলাদেশের উপর ভারত-পাকিস্তান উত্তেজনার সম্ভাব্য প্রভাব সম্পর্কে হোসেন বলেন, আন্ত:সংযুক্ত বর্তমান বিশ্বে, আঞ্চলিক ঘটনাবলি অনিবার্যভাবে সব দেশের ওপর কিছুটা প্রভাব ফেলে।

বাংলাদেশ-ভারত সীমান্তে জোরদার নিরাপত্তা ব্যবস্থার খবর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, উপদেষ্টা বলেন, এই বিষয়টি নিরাপত্তা সংস্থাগুলির এখতিয়ারভুক্ত।

তিনি বলেন, ‘এই মুহূর্তে, আমার কাছে কোনও অতিরিক্ত মোতায়েন বা বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কোনো তথ্য নেই।’

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে, পরিস্থিতি শান্ত করার জন্য ইরান ও সৌদি আরব আলাদাভাবে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে বিএনপির মৌন মিছিল
পিরোজপুরে ভাসমান নৌকার হাট পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
বিএনপিতে অপকর্মকারীদের স্থান হবে না : আব্দুস সালাম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১০