নির্বাচন কবে হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ : গোয়েন লুইস

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৬:০১ আপডেট: : ০৫ জুন ২০২৫, ১৬:৩৯
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টকে বক্তব্য দেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস। ছবি: সংগৃহীত

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস) : নির্বাচন আগে না সংস্কার এটা বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে। এতে জাতিসংঘের কোনো ভূমিকা নেই। 

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টকে এমন মন্তব্য করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস।

নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে লুইস বলেছেন, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না। নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলাদেশে জনগণ এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে।

তিনি আরো বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক বলা হয়।

এই সময় ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত জানিয়ে তিনি বলেছেন, শিগগিরই ছোট আকারে অফিস চালু হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের কাজের প্রতি সমর্থন জানিয়ে গোয়েন লুইস বলেছেন, তাদের কাজ খুবই জটিল। জাতিসংঘ মনে করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে এটি সহায়তা করবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে : আরএমপি কমিশনার
অধিকাংশ জনগণের মতামতই ডেমোক্রেসি : ডা. তাহের
বিদেশি বিনিয়োগ সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
তারেক রহমান লন্ডন থেকে প্রান্তিক অসহায় পরিবারের খোঁজ রাখেন : রুহুল কবির রিজভী
গাজীপুরে অবৈধভাবে তেল বোতলজাত করায় জরিমানা 
র‌্যাবের অভিযানে ৯ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
সাদাপাথর লুটপাটের ঘটনায় তদন্ত কমিটি, পরিদর্শনে দুদক
জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে : ধর্ম উপদেষ্টা
ডাকসু নির্বাচনে ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন
১০