পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার যুক্তরাজ্য সফরে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে : প্রেস সচিব

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ২০:৪১ আপডেট: : ১৩ জুন ২০২৫, ১৬:৩২
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক

ঢাকা, ১২ জুন, ২০২৫ (বাসস) : পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয় প্রধান উপদেষ্টার এবারের যুক্তরাজ্য সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি আজ লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে। এর একটা অংশ যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। তাই এবারের যুক্তরাজ্য সফরে বড় ফোকাস দেওয়া হচ্ছে সম্পদ পুনরুদ্ধার।’ 

তিনি বলেন, এ বিষয়ে ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশকে যথেষ্ট সহযোগিতা করছেন। এর উদাহরণ হিসেবে তিনি শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ জব্দ করার ঘটনা উল্লেখ করেন।

প্রেস সচিব আরও বলেন, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার করা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমরা সেটি করছি, যাতে এই টাকা দেশে ফিরিয়ে এনে মানুষের কল্যাণে কাজে লাগানো যায়।

শফিকুল আলম জানান, আজ সকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস একান্তে বৈঠক করেছেন। সেখানে তাঁরা বাংলাদেশের সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পেতে যাচ্ছেন উল্লেখ করে প্রেস সচিব বলেন, ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা ও থ্রি জিরো ধারণার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ তিনি এই পুরস্কার পাচ্ছেন।

এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, আগামী বছরের এপ্রিলে জাতীয় নির্বাচন এবং বর্তমান সময়ের সামগ্রিক পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় নেতার মধ্যে অনুষ্ঠিতব্য আগামীকালের এ বৈঠকের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ ডাকাত কারাগারে
হরিনের মাংসসহ দুই পাচারকারী আটক
বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে সুইস দূতাবাসের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান : ফিরে দেখা সিলেট
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৯৬
ট্রাম্পের ঘোষণায় যুক্তরাষ্ট্রে কোকা-কোলায় আখের চিনি ব্যবহারের সিদ্ধান্ত
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন ও যৌথ গবেষণার উদ্যোগ গ্রহণ
নাটোরে ২ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
জাতীয় বৃক্ষমেলায় শিক্ষার্থীদের ‘গাছ চেনা প্রতিযোগিতা-২০২৫
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শহীদরা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে : ইআবি ভিসি
১০