বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির প্রস্তুতির দৃশ্য মিথ্যা : রিউমার স্ক্যানার

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ২০:৪৪ আপডেট: : ০৬ মে ২০২৫, ১৭:৩২

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির প্রস্তুতির দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিও মিথ্যা বলে শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।

ভিডিওটি ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার সীমান্তে বিরাজমান উত্তেজনার ভিডিও হিসেবে অনলাইনে প্রচার হয়ে আসছে। অথচ এটিকে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির প্রস্তুতির দৃশ্য বলে প্রচার হচ্ছে।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমার স্ক্যানার।

ফ্যাক্টচেক টিমের অনুসন্ধানে শনাক্ত হয়েছে, বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির প্রস্তুতির দৃশ্য দাবিতে ভিন্ন স্থানের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে।

রিউমার স্ক্যানার জানায়, অন্তত গত ৩ মে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবহর সদৃশ দৃশ্যের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির প্রস্তুতির দৃশ্য।

রিউমার স্ক্যানারের ফ্যাক্টচেক টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির প্রস্তুতির দৃশ্যের নয় বরং, অন্তত গত মার্চ মাস থেকেই আলোচিত ভিডিওটি ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার সীমান্তে বিরাজমান উত্তেজনার ভিডিও হিসেবে অনলাইনে প্রচার হয়ে আসছে।

বিষয়টি নিয়ে অনুসন্ধানে দেখা যায় যে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে একটি এক্স অ্যাকাউন্টে গত ২৬ মার্চে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওটির সঙ্গে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটি সম্পর্কে এক্স পোস্টটির ক্যাপশনে স্প্যানিশ ভাষায় বলা হয়, “ইথিওপিয়া ও ইরিত্রিয়া উভয়েই তাদের সীমান্তজুড়ে সেনা মোতায়েন করছে, দুটি দেশের মধ্যে ভূমি-দাবি সংক্রান্ত বিরোধের প্রেক্ষাপটে। ইথিওপিয়া সমুদ্রপথে প্রবেশের জন্য আসাব শহরকে একটি সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেখছে। অন্যদিকে ইরিত্রিয়ার লক্ষ্য হচ্ছে টাইগ্রে অঞ্চল।”

এছাড়াও ইথিওপিয়া ও ইরিত্রিয়া প্রসঙ্গে গত মার্চ মাসে আরো একাধিক এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই ঘটনার ভিডিও প্রচার হতে দেখা যায়।

পরবর্তীতে গত এপ্রিলে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার প্রসঙ্গেও ভিডিওটি প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক অনুসন্ধান টিম জানায়, ভিডিওটি বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির প্রস্তুতির দৃশ্যের ভিডিও শীর্ষক দাবিটি প্রচারের আগে থেকেই উক্ত ভিডিওটি ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার সীমান্তে বিরাজমান উত্তেজনার দৃশ্য দাবিতে প্রচার হয়ে আসছে।

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির প্রস্তুতির দৃশ্য দাবিতে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে।

শুধু এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউরোপের ‘বিরোধিতাপূর্ণ’ মনোভাবের নিন্দা করল ক্রেমলিন
৩৩টি মোবাইল মালিকদের বুঝিয়ে দিয়েছে শাহজাহানপুর থানা পুলিশ
কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি বাহাদুর গ্রেফতার
জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই’ ২৪ শহীদ পরিবার সোসাইটি’র মতবিনিময়
চট্টগ্রাম ওয়াসার উন্নয়নে ২৮০ মিলিয়ন ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা 
১৯৪৯ সনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে মুসলিম লীগ
পলাতক অপশক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এ ব্যাপারে সজাগ থাকতে হবে : তারেক রহমান 
ইউক্রেনে যুদ্ধবিরতি প্রস্তাবে মিত্রদের ‘পূর্ণ ঐক্য’: স্টারমার
সিলেটে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যু
১০