প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ভুয়া প্রতিবাদ ভিডিও শনাক্ত ফ্যাক্টওয়াচের

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার বিরুদ্ধে নিউইয়র্কে প্রতিবাদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটি আসলে লন্ডনের বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন। এজন্য তিনি গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকা ত্যাগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়, যেখানে দাবি করা হয় নিউইয়র্কে তার সফরের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি যুক্তরাষ্ট্রের নয় বরং লন্ডনের। এটি চলতি বছরের ১৫ সেপ্টেম্বর লন্ডনের ট্রাফালগার স্কয়ারে অনুষ্ঠিত ‘র‌্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচির সময় ধারণ করা। এর সঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সম্প্রতি নিউইয়র্ক সফরের কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, ভাইরাল ভিডিওটি খুঁটিয়ে দেখলে আন্দোলনকারীদের পেছনে ‘দ্য ন্যাশনাল গ্যালারি’ নামে একটি ভবনের নাম চোখে পড়ে। ওই নাম ধরে অনুসন্ধান চালালে দ্য ওয়্যাল স্ট্রিট জার্নাল-এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেটি লন্ডনের ন্যাশনাল গ্যালারির সেন্সবারি উইং। গুগল ম্যাপেও বিষয়টি মিলিয়ে দেখা হয়েছে। এতে প্রমাণিত হয় ভিডিওটি লন্ডনের, যুক্তরাষ্ট্রের নয়। এছাড়া কালের কণ্ঠের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও গত ১৫ সেপ্টেম্বর প্রকাশিত ওই একই ঘটনার ভিডিও পাওয়া গেছে।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণকে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে ফ্যাক্টওয়াচ। এটি একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানট, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে এনসিপি : সারজিস আলম
বিশ্ব মান দিবস উপলক্ষে গাজীপুরে সভা
ফটিকছড়িতে মাহিন হত্যা মামলার আসামি গ্রেফতার
মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলের কারাদণ্ড
নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে: আলতাফ হোসেন চৌধুরী
সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীদের ১৯ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ
মানসম্মত পণ্য উৎপাদনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব বিএসটিআই’র
নীলফামারীতে টিকা পাবে ৫ লাখের বেশি শিশু
নির্বাচনে ৫ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দিতে পারে বিএনপি : সেলিমা রহমান
গণভোট ও জাতীয় নির্বাচন পৃথকভাবে আয়োজন বিশৃঙ্খলা সৃষ্টি করবে : রুহুল কবির রিজভী
১০