শিরোনাম
নাটোর, ১০ জানুয়ারি, ২০২২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আজ থেকে জেলায় পাঁচ দিনব্যাপী লোকনাট্য প্রদর্শনী, লোক ও কারু শিল্প মেলা, বই ও পিঠা মেলা শুরু হয়েছে।
আজ শুক্রবার জেলা সদরে বিকেল চারটায় রাণীভবানী রাজবাড়ি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
জেলা কালচারাল অফিসার মো. আবদুল রাকিবিল বারী বলে জানান, মেলা প্রাঙ্গণে উদ্যোক্তারা তাদের উৎপাদিত কারু শিল্প পণ্য, বই ও পিঠার স্টল দিয়েছেন। একই সাথে প্রতিদিন লোকনাট্য প্রদর্শনীর আয়োজন থাকছে।
আজ শুক্রবার সন্ধ্যায় আলকাপ, আগামীকাল শনিবার মাদারপীরের গান, রোববার গম্ভীরা, সোমবার মনসা মঙ্গল এবং মঙ্গলবার জারি ও লছিমনের গান পরিবেশিত হবে।
তিনি জানান, পাঁচ দিনব্যাপী এ মেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।
প্রসঙ্গত, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে জেলায় তারুণ্যের উৎসব আয়োজন করা হচ্ছে। ৩০ ডিসেম্বর শুরু হওয়া ৫১ দিনব্যাপী উৎসব আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। জেলা এবং উপজেলা পর্যায়ে একযোগে উৎসবের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছে প্রশাসন।
উৎসবের নানা আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণ রোধসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি, প্রতিভা অন্বেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন, এওয়ার্ড ও বৃত্তি প্রদান এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সভা, সেমিনার ও কর্মশালা।