চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে বরিশাল

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৮ আপডেট: : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৫
চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে বরিশাল- ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : টানা দ্বিতীয়বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠলো ফরচুন বরিশাল। আজ প্রথম কোয়ালিফাইয়ারে বরিশাল ৯ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম কিংসকে।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে চট্টগ্রাম। পেসার মোহাম্মদ আলি ২৪ রানে ৫ উইকেট নেন। জবাবে ওপেনার তাওহিদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে ১৬ বল হাতে রেখেই ১ উইকেটে ১৫০ রান তুলে ফাইনালের টিকিট নিশ্চিত করে বরিশাল। হৃদয় ৫৬ বলে অপরাজিত ৮২ রান করেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম। পাওয়ার -প্লেতে ৪২ রানে ৪ উইকেট হারায় তারা। খাজা নাফি ৪, গ্রাহাম ক্লার্ক ৬, অধিনায়ক মোহাম্মদ মিথুন ১ ও হায়দার আলি ৭ রান করেন। এরমধ্যে কাইল মায়ার্স ২ উইকেট নেন।

শুরুর ধাক্কা সামলে উঠতে পাল্টা আক্রমণের পথ বেছে নেন শামীম হোসেন। ওপেনার পারভেজ হোসেন ইমনের সাথে ৫০ বলে ৭৭ রানের জুটিতে দলের রান ১’শ পার করেন শামীম।
১৪তম ওভারে দলীয় ১১১ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন ইমন। স্পিনার রিশাদ হোসেনের শিকার হবার আগে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৩৬ রান করেন ইমন।
ইমন ফেরার পর চট্টগ্রামের রান সচল রাখেন শামীম। মাত্র ২৯ বলে টি-টোয়েন্টিতে সপ্তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

শামীমের ঝড়ো অর্ধশতকে ১৮ ওভার শেষে ৫ উইকেটে ১৪৩ রান করে চট্টগ্রাম। ১৯তম ওভারে শেষবারের মত আক্রমণে এসে মাত্র ২ রানে ৪ উইকেট শিকার করে চট্টগ্রামের রানের গতি আটকে দেন আলি। এতে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম।

৯টি চার ও ৪টি ছক্কায় ৪৭ বলে ক্যারিয়ার সেরা ৭৯ রানের ইনিংস খেলেন শামীম। বরিশালের আলি ৪ ওভারে ২৪ রানে ৫ উইকেট নেন। টি-টোয়েন্টিতে প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন আলি।

জবাবে বরিশালকে ৫২ বলে ৫৫ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও হৃদয়। নবম ওভারে বরিশালের উদ্বোধনী জুটি ভাঙ্গেন চট্টগ্রামের পেসার খালেদ আহমেদ। ৪টি চারে ২৬ বলে ২৯ রান করেন তামিম।

এরপর ক্রিজে আসা নতুন ব্যাটার ডেভিড মালানকে নিয়ে বরিশালের জয়ের পথ তৈরি করেন হৃদয়। ১৪তম ওভারে বরিশালের রান ১’শতে নেন তারা। ৪৫ বলে এবারের বিপিএলে প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়।

হাফ-সেঞ্চুরির রানের গতি বাড়িয়ে ১৮তম ওভারেই বরিশালের জয় নিশ্চিত করেন হৃদয়। দ্বিতীয় উইকেটে মালানের সাথে ৫২ বলে ৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন হৃদয়।
৯টি চার ও ২টি ছক্কায় ৫৬ বলে অপরাজিত ৮২ রান করেন হৃদয়। ২টি চার ও ১টি ছক্কায় ২২ বলে অনবদ্য ৩৪ রান করেন মালান।

৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে খুলনা ও চট্টগ্রাম। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাচারের সময় আটক গৌতম বুদ্ধের মূর্তিটি পরীক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর নির্দেশ
সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে : ডা. তাহের
পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার
গণঅভ্যুত্থানে আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা 
জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল ছাড়ানোর চেষ্টায় একজন আটক
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ জারি
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বগুড়ায় গণশুনানি চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি : দুদক
১০