বিপিএল : ফাইনালের আগে বরিশাল দলে নিশাম

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৫ আপডেট: : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৪
জেমস নিশাম - ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : শিরোপা ধরে রাখার লক্ষ্যে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালের আগে নিউজিল্যান্ডের জেমস নিশামকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। নিশামের যোগদানে আরও শক্তিশালী দলে পরিণত হয়েছে বরিশাল। 

অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দলে নিশামের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। 

গতকাল প্রথম কোয়ালিফাইয়ারে চট্টগ্রাম কিংসকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনাল নিশ্চিত করে বরিশাল।

পুরো বিপিএল জুড়েই স্থানীয়দের পাশাপাশি বরিশালের বিদেশি খেলোয়াড়রাও দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন। তাই ফাইনাল ম্যাচে নিশামের একাদশে সুযোগ নিয়ে আলোচনা রয়েছে। 

প্রথম কোয়ালিফাইয়ারে বিদেশিদের মধ্যে ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবি এবং মোহাম্মদ আলীকে খেলিয়েছে বরিশাল। 

গত মৌসুম থেকেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মায়ার্স। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি লিগে খেলতে বিপিএলের মাঝপথে চলে গেলেও, প্রথম কোয়ালিফাইয়ারের জন্য আবারও দলে যোগ দেন তিনি। 

নতুন বল-এ মায়ার্সকে প্রথম পছন্দ বরিশালের। চট্টগ্রাম কিংসের বিপক্ষে ইনিংসের প্রথম ও তৃতীয় ওভারে ২ উইকেট নিয়ে বরিশালকে দুর্দান্ত শুরু এনে দেন মায়ার্স। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৭ রানে ২ উইকেট নেন তিনি। সব মিলিয়ে ৫ ম্যাচে ১৮০-এর বেশি স্ট্রাইক রেটে ১৬৩ রান এবং ৫ উইকেট নিয়েছেন মায়ার্স।

৮ ম্যাচে ১৫৭ স্ট্রাইক রেটে ৩১৫ রান করেছেন মালান। প্রথম কোয়ালিফাইয়ারে ২২ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে জয়ের নায়ক ছিলেন পেসার মোহাম্মদ আলী। ২৪ রানে ৫ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি।

তবে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি নবি। ১০ ম্যাচে ৮ উইকেট এবং ৬৩ রান করেছেন তিনি। তাই পারফরমেন্সের পরিসংখ্যান বিবেচনায় নবির স্থলাভিষিক্ত হতে পারেন নিশাম।  

অবশ্য বরিশাল উইনিং কম্বিনেশন ভাঙতে চাইলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে হবে : আমির খসরু মাহমুদ চৌধুরী
জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন : ফরিদা আখতার
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি
‘জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা’ বইয়ের পাঠ উন্মোচন
চট্টগ্রাম সমিতি-ঢাকা'র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ড. চৌধুরী মাহমুদ ও সম্পাদক মোজাম্মেল 
‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ
আজ ছিল ভয়াল সিডর দিবস 
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
১০