আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ‘এইচএমপিভি’ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ডেস্ক চালু

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ২১:২৯
ব্রাহ্মণবাড়িয়ায় আজ আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ‘এইচএমপিভি’ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ডেস্ক চালু করা হয়। ছবি: বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ১৩ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলায় আজ আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ‘এইচএমপিভি’ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ডেস্ক চালু করা হয়েছে।

আজ সোমবার সকালে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা ডেস্ক উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. শাখাওয়াত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান।

এ সময় ভারত থেকে আসা যাত্রীদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, এইচএমপিভি ভাইরাস প্রতিরোধ রোধে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা হিসেবে একটি অস্থায়ী মেডিকেল টিম গঠন করা হয়েছে। এখানে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ধাপে ৪ জন স্বাস্থ্য সহকারী কাজ করবে।

তিনি জানান, প্রাথমিকভাবে করোনাকালীন যে সতর্কতাগুলো মানুষের কাছে পৌঁছেনো হয়েছিল সেই সতর্কতাগুলোই এই ভাইরাসের ক্ষেত্রেও অবলম্বন করা হচ্ছে। প্রাথমিকভাবে ভারত থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা তাপমাত্রা নির্ণয়, মাস্ক পরিধান করা, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার-সহ স্বাস্থ্যগত পরামর্শ দিয়ে আগত সতর্ক করা হচ্ছে। এই ভাইরাস নিয়ে জনমনে যাতে কোন আতঙ্ক সৃষ্টি না হয়, সে বিষয়েও প্রশাসন কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০