আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ‘এইচএমপিভি’ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ডেস্ক চালু

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ২১:২৯
ব্রাহ্মণবাড়িয়ায় আজ আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ‘এইচএমপিভি’ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ডেস্ক চালু করা হয়। ছবি: বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ১৩ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলায় আজ আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ‘এইচএমপিভি’ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ডেস্ক চালু করা হয়েছে।

আজ সোমবার সকালে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা ডেস্ক উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. শাখাওয়াত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান।

এ সময় ভারত থেকে আসা যাত্রীদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, এইচএমপিভি ভাইরাস প্রতিরোধ রোধে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা হিসেবে একটি অস্থায়ী মেডিকেল টিম গঠন করা হয়েছে। এখানে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ধাপে ৪ জন স্বাস্থ্য সহকারী কাজ করবে।

তিনি জানান, প্রাথমিকভাবে করোনাকালীন যে সতর্কতাগুলো মানুষের কাছে পৌঁছেনো হয়েছিল সেই সতর্কতাগুলোই এই ভাইরাসের ক্ষেত্রেও অবলম্বন করা হচ্ছে। প্রাথমিকভাবে ভারত থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা তাপমাত্রা নির্ণয়, মাস্ক পরিধান করা, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার-সহ স্বাস্থ্যগত পরামর্শ দিয়ে আগত সতর্ক করা হচ্ছে। এই ভাইরাস নিয়ে জনমনে যাতে কোন আতঙ্ক সৃষ্টি না হয়, সে বিষয়েও প্রশাসন কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহেশপুরে বিজিবির অভিযানে স্বর্ণের বার উদ্ধার
ট্রাম্প ও ইইউ প্রধানের বৈঠক রোববার : বাণিজ্য চুক্তি চূড়ান্তের উদ্যোগ
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
উত্তরপত্র মূল্যায়নে অবহেলায় ৮ পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি
আমার শহরে জুলাই অভ্যুত্থান / রাজশাহীতে অনলাইনে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন যোদ্ধারা
দক্ষ মানবসম্পদ ছাড়া চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় : বিধান রঞ্জন রায়
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
গাজায় মানবিক সংকটের নিন্দা মেক্সিকোর প্রেসিডেন্টের
১০