আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ‘এইচএমপিভি’ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ডেস্ক চালু

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ২১:২৯
ব্রাহ্মণবাড়িয়ায় আজ আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ‘এইচএমপিভি’ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ডেস্ক চালু করা হয়। ছবি: বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ১৩ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলায় আজ আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ‘এইচএমপিভি’ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ডেস্ক চালু করা হয়েছে।

আজ সোমবার সকালে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা ডেস্ক উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. শাখাওয়াত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান।

এ সময় ভারত থেকে আসা যাত্রীদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, এইচএমপিভি ভাইরাস প্রতিরোধ রোধে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা হিসেবে একটি অস্থায়ী মেডিকেল টিম গঠন করা হয়েছে। এখানে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ধাপে ৪ জন স্বাস্থ্য সহকারী কাজ করবে।

তিনি জানান, প্রাথমিকভাবে করোনাকালীন যে সতর্কতাগুলো মানুষের কাছে পৌঁছেনো হয়েছিল সেই সতর্কতাগুলোই এই ভাইরাসের ক্ষেত্রেও অবলম্বন করা হচ্ছে। প্রাথমিকভাবে ভারত থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা তাপমাত্রা নির্ণয়, মাস্ক পরিধান করা, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার-সহ স্বাস্থ্যগত পরামর্শ দিয়ে আগত সতর্ক করা হচ্ছে। এই ভাইরাস নিয়ে জনমনে যাতে কোন আতঙ্ক সৃষ্টি না হয়, সে বিষয়েও প্রশাসন কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে কানাডা গেল বাংলাদেশ দল
শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা 
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বব সিম্পসনের মৃত্যু
মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সকল ধর্মের মানুষ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বাংলাদেশে বসবাস করছেন : তারেক রহমান
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু
ফেনীতে জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও সভা
১০