আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ‘এইচএমপিভি’ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ডেস্ক চালু

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ২১:২৯
ব্রাহ্মণবাড়িয়ায় আজ আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ‘এইচএমপিভি’ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ডেস্ক চালু করা হয়। ছবি: বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ১৩ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলায় আজ আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ‘এইচএমপিভি’ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ডেস্ক চালু করা হয়েছে।

আজ সোমবার সকালে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা ডেস্ক উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. শাখাওয়াত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান।

এ সময় ভারত থেকে আসা যাত্রীদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, এইচএমপিভি ভাইরাস প্রতিরোধ রোধে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা হিসেবে একটি অস্থায়ী মেডিকেল টিম গঠন করা হয়েছে। এখানে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ধাপে ৪ জন স্বাস্থ্য সহকারী কাজ করবে।

তিনি জানান, প্রাথমিকভাবে করোনাকালীন যে সতর্কতাগুলো মানুষের কাছে পৌঁছেনো হয়েছিল সেই সতর্কতাগুলোই এই ভাইরাসের ক্ষেত্রেও অবলম্বন করা হচ্ছে। প্রাথমিকভাবে ভারত থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা তাপমাত্রা নির্ণয়, মাস্ক পরিধান করা, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার-সহ স্বাস্থ্যগত পরামর্শ দিয়ে আগত সতর্ক করা হচ্ছে। এই ভাইরাস নিয়ে জনমনে যাতে কোন আতঙ্ক সৃষ্টি না হয়, সে বিষয়েও প্রশাসন কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুপ্রশিক্ষিত আইনজীবী কার্যকর বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ : প্রধান বিচারপতি
দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে : জোনায়েদ সাকি
শেওড়াপাড়া মেট্রো স্টেশনে ৮ কেজি গাঁজাসহ বাবা-মেয়ে গ্রেফতার
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় 
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম
খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ইসলামী ঐক্যজোটের দোয়া মাহফিল
বিএনপি ক্ষমতায় গেলে সংবাদমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নেবে হবে: মির্জা ফখরুল 
সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি : সমাজকল্যাণ উপদেষ্টা
ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার
আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা 
১০