দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন 

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:৫০ আপডেট: : ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:৫৬

সিউল, ৩ জানুয়ারি, ২০২৫(বাসস): মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। দেশটিতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে তিনি আলোচনা করবেন।  

শুক্রবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রতিরোধের কারণে অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতার করা যায়নি, এতে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। 

আজ এএফপি এক সংবাদে জানায়, দক্ষিণ কোরিয়া ওয়াশিংটনের অন্যতম প্রধান নিরাপত্তা মিত্র তবে দেশটিতে গত ৩ ডিসেম্বর প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ব্যর্থ সামরিক আইন জারির কারণে একটি সঙ্কটময় পরিস্থিতি তৈরি হয়েছে।

সিউলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্লিঙ্কেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইউলের সঙ্গে সোমবার বৈঠক করবেন।

মন্ত্রণালয় বলেছে, তারা দক্ষিণ কোরিয়া-মার্কিন জোট, দক্ষিণ কোরিয়া-মার্কিন-জাপান সহযোগিতা, উত্তর কোরিয়ার সমস্যা ও আঞ্চলিক এবং বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। 

ইউনের সামরিক আইন জারি করায় তদন্তকারীরা শুক্রবার তাকে গ্রেফতার করার জন্য পরোয়ানা কার্যকর করার চেষ্টা করেছেন, কিন্তু প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা তা প্রত্যাখ্যান করেছিল।
এই গ্রেফতার পরোয়ানার মেয়াদ আগামী ৬ জানুয়ারিতে শেষ হবে। ওই একই দিনে চো-এর সঙ্গে ব্লিঙ্কেনের দেখা করার পরিকল্পনা করেছেন।

গত মাসে ওয়াশিংটন বলেছিল, তারা ইউনের বিভ্রান্তিকর সামরিক আইন জারির পর গণতন্ত্র রক্ষা করতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কথা বলবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
আবদুল্লাহ আল নোমান  ছিলেন চট্টগ্রামের উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত: ডা. শাহাদাত হোসেন 
বিএনপির সদস্য সংগ্রহে সর্বোচ্চ সতর্কতার আহ্বান মির্জা আব্বাসের
রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসছেন না জেলেনস্কি
ত্রিপোলিতে সহিংসতা: তুরস্কের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি
ত্রিপোলির সহিংসতা নিয়ে ‘উদ্বিগ্ন’ জাতিসংঘ
পোপ লিওর অভিষেক ম্যাসে যোগ দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট: হোয়াইট হাউস
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৭৮৯
১৬ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
সিইসির কাছে নিজেকে খুলনার মেয়র ঘোষণার দাবি নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুশফিক 
১০