দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন 

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:৫০ আপডেট: : ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:৫৬

সিউল, ৩ জানুয়ারি, ২০২৫(বাসস): মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। দেশটিতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে তিনি আলোচনা করবেন।  

শুক্রবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রতিরোধের কারণে অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতার করা যায়নি, এতে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। 

আজ এএফপি এক সংবাদে জানায়, দক্ষিণ কোরিয়া ওয়াশিংটনের অন্যতম প্রধান নিরাপত্তা মিত্র তবে দেশটিতে গত ৩ ডিসেম্বর প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ব্যর্থ সামরিক আইন জারির কারণে একটি সঙ্কটময় পরিস্থিতি তৈরি হয়েছে।

সিউলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্লিঙ্কেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইউলের সঙ্গে সোমবার বৈঠক করবেন।

মন্ত্রণালয় বলেছে, তারা দক্ষিণ কোরিয়া-মার্কিন জোট, দক্ষিণ কোরিয়া-মার্কিন-জাপান সহযোগিতা, উত্তর কোরিয়ার সমস্যা ও আঞ্চলিক এবং বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। 

ইউনের সামরিক আইন জারি করায় তদন্তকারীরা শুক্রবার তাকে গ্রেফতার করার জন্য পরোয়ানা কার্যকর করার চেষ্টা করেছেন, কিন্তু প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা তা প্রত্যাখ্যান করেছিল।
এই গ্রেফতার পরোয়ানার মেয়াদ আগামী ৬ জানুয়ারিতে শেষ হবে। ওই একই দিনে চো-এর সঙ্গে ব্লিঙ্কেনের দেখা করার পরিকল্পনা করেছেন।

গত মাসে ওয়াশিংটন বলেছিল, তারা ইউনের বিভ্রান্তিকর সামরিক আইন জারির পর গণতন্ত্র রক্ষা করতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কথা বলবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
তারেক রহমান ঘোষিত ৩১ দফাই আধুনিক বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা : কুমিল্লায় সেমিনারে বক্তারা
চাঁদপুরে কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করায় জরিমানা
সিলেটে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
১০