তিন দেশ সফরে যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৪:৩৮
সিরিয়ার পররাষ্টমন্ত্রী আসাদ-আল শিবানী। ফাইল ছবি

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সিরিয়ার শীর্ষ কূটনীতিক আসাদ আল-শাইবানি শুক্রবার বলেছেন, তিনি চলতি সপ্তাহে সরকারী সফরে আরব আমিরাত, কাতার ও জর্ডানে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথম সৌদি আরব সফর করেন।

সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রী শাইবানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছেন ভাতৃপ্রতীম কাতার, আমিরাত এবং জর্ডানে তিনি সিরিয়ার প্রতিনিধিত্ব করবে। 

দামেস্ক থেকে এএফপি আজ এই খবর জানায়।

সিরিয়ার নতুন সরকার দেশের অবকাঠামো পুনর্গঠনে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে সিরিয়াতে সম্পদশালী উপসাগরীয় রাষ্ট্রগুলোর বিনোয়াগ চায়। এর আগে শাইবানি সৌদি আরবে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে ছিলেন নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী এবং গোয়েন্দা প্রধান। আসাদের পতনের পর এটা ছিল সিরিয়ার ইসলামপন্থী শাসকদলের প্রতিনিধিদের প্রথম বিদেশ সফর।     

সৌদি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এএফপি’কে জানিয়েছে, গত মাসে সৌদি আরবের একটি প্রতিনিধি দল সিরিয়ার দামেস্কে নতুন নেতা আহমেদ আল-শারার সাথে সাক্ষাৎ করেন। ইসলামপন্থী হায়াত তাহরির আল-শাম এর নেতৃত্ব দিচ্ছেন এই আল-শারা। 

সৌদি মালিকানাধীন ‘আল আরাবিয়া’ টেলিভিশনকে গত সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে আল-শারা বলেছেন, ‘সিরিয়ার ভবিষ্যত গঠনে সৌদি আরবের বড় ভূমিকা থাকবে। 

এছাড়া সকল প্রতিবেশি দেশেরও যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে বিনিয়োগের সুযোগ থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ
ছয় শতাধিক কর্মী নিয়ে ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশের সাথে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল
মহেশপুরে বিজিবির অভিযানে স্বর্ণের বার উদ্ধার
ট্রাম্প ও ইইউ প্রধানের বৈঠক রোববার : বাণিজ্য চুক্তি চূড়ান্তের উদ্যোগ
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
উত্তরপত্র মূল্যায়নে অবহেলায় ৮ পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি
আমার শহরে জুলাই অভ্যুত্থান / রাজশাহীতে অনলাইনে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন যোদ্ধারা
দক্ষ মানবসম্পদ ছাড়া চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় : বিধান রঞ্জন রায়
১০