ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ৭ শিশুসহ নিহত ১১

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:৩১

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : গাজায় ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ৭ শিশুসহ ১১ জন নিহত হয়েছে।

গতকাল শনিবার ভোরে গাজার আল-গোউলা নামে একটি পরিবারের বাড়িতে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরো মরদেহ আছে কিনা তা জানার জন্য আশপাশের প্রতিবেশিরা ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছে।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ‘ওয়াফা’ এই খবর জানিয়েছে।

এছাড়া বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজা নগরীর শুজাইয়া এলাকার বাসিন্দারা আল-গোউলা পরিবারের বাড়িটির ধ্বংসস্তুপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছেন। মাটির ওপর সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে নিহত শিশুদের মরদেহ। 

এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, বিমান হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তুপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন।

হামলার বিষয়ে জানতে ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেনি।

হামলা সম্পর্কে আল-গোউলা পরিবারের প্রতিবেশি আহমেদ মুসা বলেন, বড় ধরনের বিস্ফোরণের শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। সবকিছুই কেঁপে উঠেছিল। ধ্বংস হওয়া বাড়িটিতে নারী ও শিশুরা ছিল। 

এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে ৫ নিরাপত্তা কর্মকর্তাও ইসরাইলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

মাহমুদ বাসাল বলেছেন, ইসরাইল ইচ্ছাকৃতভাবে তাদের ওপর হামলা চালাচ্ছে।

এর বাইরে গাজার বিভিন্ন স্থানে আরো ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘন্টায় গাজা উপত্যকায় মোট ১শ’ ৩৬ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় অন্তত ৪৫ হাজার ৭শ’ ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। 

জাতিসংঘের হিসেবে গাজায় এই পর্যন্ত প্রায় ১৭ হাজার শিশু প্রাণ হারিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০