ইয়েমেনের ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত ইসরাইলের

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৩৮

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ইসরাইলি সামরিক বাহিনী রোববার জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সাম্প্রতিক ধারাবাহিক হামলার এটাই সর্বশেষ।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তালমেই ইলাজার সাইরেন বাজানোর শব্দ শোনা মাত্রই ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গত শুক্রবার ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। গত নভেম্বরে লেবাননের হিজবুল্লাহ্র সঙ্গে ইসরাইলের একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকেই ইরান সমর্থিত বিদ্রোহীরা তাদের হামলা জোরদার করেছে। 

ইসরাইলি সামরিক বাহিনী ও জরুরি সার্ভিস জানিয়েছে, ইয়েমেন থেকে ছোঁড়া বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। গত ডিসেম্বরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ১৬ জন আহত হয়েছে।

জবাবে, ইসরাইলি বিমান বাহিনী সানা আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইয়েমেনে হুতিদের টার্গেট করে হামলা চালিয়েছে।

এদিকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোকেও টার্গেট করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন অনেক সময় হুতিদের টার্গেট করে পাল্টা হামলা চালিয়ে আসছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কারফিউ ভেঙে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে
ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ
ছয় শতাধিক কর্মী নিয়ে ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশের সাথে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল
মহেশপুরে বিজিবির অভিযানে স্বর্ণের বার উদ্ধার
ট্রাম্প ও ইইউ প্রধানের বৈঠক রোববার : বাণিজ্য চুক্তি চূড়ান্তের উদ্যোগ
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
উত্তরপত্র মূল্যায়নে অবহেলায় ৮ পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি
আমার শহরে জুলাই অভ্যুত্থান / রাজশাহীতে অনলাইনে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন যোদ্ধারা
১০