ইয়েমেনের ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত ইসরাইলের

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৩৮

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ইসরাইলি সামরিক বাহিনী রোববার জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সাম্প্রতিক ধারাবাহিক হামলার এটাই সর্বশেষ।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তালমেই ইলাজার সাইরেন বাজানোর শব্দ শোনা মাত্রই ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গত শুক্রবার ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। গত নভেম্বরে লেবাননের হিজবুল্লাহ্র সঙ্গে ইসরাইলের একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকেই ইরান সমর্থিত বিদ্রোহীরা তাদের হামলা জোরদার করেছে। 

ইসরাইলি সামরিক বাহিনী ও জরুরি সার্ভিস জানিয়েছে, ইয়েমেন থেকে ছোঁড়া বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। গত ডিসেম্বরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ১৬ জন আহত হয়েছে।

জবাবে, ইসরাইলি বিমান বাহিনী সানা আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইয়েমেনে হুতিদের টার্গেট করে হামলা চালিয়েছে।

এদিকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোকেও টার্গেট করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন অনেক সময় হুতিদের টার্গেট করে পাল্টা হামলা চালিয়ে আসছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০