ইয়েমেনের ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত ইসরাইলের

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৩৮

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ইসরাইলি সামরিক বাহিনী রোববার জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সাম্প্রতিক ধারাবাহিক হামলার এটাই সর্বশেষ।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তালমেই ইলাজার সাইরেন বাজানোর শব্দ শোনা মাত্রই ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গত শুক্রবার ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। গত নভেম্বরে লেবাননের হিজবুল্লাহ্র সঙ্গে ইসরাইলের একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকেই ইরান সমর্থিত বিদ্রোহীরা তাদের হামলা জোরদার করেছে। 

ইসরাইলি সামরিক বাহিনী ও জরুরি সার্ভিস জানিয়েছে, ইয়েমেন থেকে ছোঁড়া বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। গত ডিসেম্বরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ১৬ জন আহত হয়েছে।

জবাবে, ইসরাইলি বিমান বাহিনী সানা আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইয়েমেনে হুতিদের টার্গেট করে হামলা চালিয়েছে।

এদিকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোকেও টার্গেট করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন অনেক সময় হুতিদের টার্গেট করে পাল্টা হামলা চালিয়ে আসছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে : পার্বত্য উপদেষ্টা
১০