হাইতিতে পৌঁছেছে গুয়েতেমালার ৭৫ জনের বেশি সৈন্য

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:৩৯

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : পঁচাত্তর জনের বেশি গুয়েতেমালার সেনা শনিবার হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে পৌঁছেছে। সৈন্যরা দেশটির পুলিশকে সহিংসতা নিরসনে সাহায্য করছে।

বার্তা সংস্থা এএফপি পোর্ট অ প্রিন্স থেকে জানায়, সৈন্যদের প্রথম দলটি পৌঁছানোর একদিন পর সর্বশেষ দলটি রাজধানীতে পৌঁছল। এই নিয়ে হাইতিতে গুয়েতেমালার সৈন্য সংখ্যা দাড়াল ১৫০ জনে। 

ল্যাটিন আমেরিকান সেনারা সেখানে কেনিয়ার নেতৃত্বে জাতিসংঘের বহুজাতিক বাহিনীতে যোগ দিয়েছে। গত জুনে হাইতিতে বহুজাতিক বাহিনীর মোতায়েন শুরু হয়। এ পর্যন্ত বাহিনীতে ৪শ কর্মকর্তা যোগ দিয়েছে, এদের অধিকাংশই কেনিয়ান। এছাড়া জ্যামাইকা, বেলিজ ও এল সালভাদোরের কর্মকর্তাও আছে। 

এই বহুজাতিক বাহিনী হাইতির সুসজ্জিত অস্ত্রে শক্তিশালী অপরাধ চক্রগুলোকে দমন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এ অস্ত্রধারী অপরাধচক্রের সদস্যদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। 

জাতিসংঘ অনুমান করছে, সংঘবদ্ধ অপরাধ চক্রগুলো রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৮৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে। বহুজাতিক বাহিনী মোতায়েনের পরও থেকে সঙ্কট-বিধ্বস্ত ক্যারিবিয়ান দেশটিতে অপরাধ চক্রদের সহিংসতা কমেনি।

এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর একাধিক এলাকায় সশস্ত্র গ্রুপের হামলা বাড়ছে।

২৪ শে ডিসেম্বর পোর্ট-অ-প্রিন্সের একটি হাসপাতাল পুনরায় চালু করার সময় একটি অপরাধ চক্রের সদস্যদের হামলায় দুই সাংবাদিক ও একজন পুলিশ সদস্য নিহত হন।

জাতিসংঘের মতে, ডিসেম্বরের শুরুতে একটি অপরাধী চক্রের নেতার নির্দেশে ২০০ জনেরও বেশি ভুডু অনুশীলনকারী নিহত হয়।

এক মাস আগে, বন্দুকযুদ্ধের কারণে রাজধানীর বিমানবন্দরটি বাণিজ্যিক যানবাহনের জন্য বন্ধ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে বিশেষ দোয়া
নারায়ণগঞ্জে সাবেক ওসি মোরশেদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড
বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত 
নোংরা পরিবেশে পণ্য তৈরি, চট্টগ্রামে দুই বেকারিকে জরিমানা
অত্যাধুনিক প্রযুক্তি প্রশিক্ষণে বিজিএমইএ ও লেকট্রা’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নারী দরদাতারা পিপিআর,২০২৫-এ নারী-বান্ধব বিধানের প্রশংসা করেছেন
ফরাসি রাষ্ট্রদূতের এনসিপি কার্যালয় পরিদর্শন
সৌদি আরবসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন ফের চালু হবে শুক্রবার
বাংলাদেশের তিল রপ্তানি বৃদ্ধিতে টোকিওতে প্রকল্প উদ্বোধন
১০