হাইতিতে পৌঁছেছে গুয়েতেমালার ৭৫ জনের বেশি সৈন্য

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:৩৯

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : পঁচাত্তর জনের বেশি গুয়েতেমালার সেনা শনিবার হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে পৌঁছেছে। সৈন্যরা দেশটির পুলিশকে সহিংসতা নিরসনে সাহায্য করছে।

বার্তা সংস্থা এএফপি পোর্ট অ প্রিন্স থেকে জানায়, সৈন্যদের প্রথম দলটি পৌঁছানোর একদিন পর সর্বশেষ দলটি রাজধানীতে পৌঁছল। এই নিয়ে হাইতিতে গুয়েতেমালার সৈন্য সংখ্যা দাড়াল ১৫০ জনে। 

ল্যাটিন আমেরিকান সেনারা সেখানে কেনিয়ার নেতৃত্বে জাতিসংঘের বহুজাতিক বাহিনীতে যোগ দিয়েছে। গত জুনে হাইতিতে বহুজাতিক বাহিনীর মোতায়েন শুরু হয়। এ পর্যন্ত বাহিনীতে ৪শ কর্মকর্তা যোগ দিয়েছে, এদের অধিকাংশই কেনিয়ান। এছাড়া জ্যামাইকা, বেলিজ ও এল সালভাদোরের কর্মকর্তাও আছে। 

এই বহুজাতিক বাহিনী হাইতির সুসজ্জিত অস্ত্রে শক্তিশালী অপরাধ চক্রগুলোকে দমন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এ অস্ত্রধারী অপরাধচক্রের সদস্যদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। 

জাতিসংঘ অনুমান করছে, সংঘবদ্ধ অপরাধ চক্রগুলো রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৮৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে। বহুজাতিক বাহিনী মোতায়েনের পরও থেকে সঙ্কট-বিধ্বস্ত ক্যারিবিয়ান দেশটিতে অপরাধ চক্রদের সহিংসতা কমেনি।

এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর একাধিক এলাকায় সশস্ত্র গ্রুপের হামলা বাড়ছে।

২৪ শে ডিসেম্বর পোর্ট-অ-প্রিন্সের একটি হাসপাতাল পুনরায় চালু করার সময় একটি অপরাধ চক্রের সদস্যদের হামলায় দুই সাংবাদিক ও একজন পুলিশ সদস্য নিহত হন।

জাতিসংঘের মতে, ডিসেম্বরের শুরুতে একটি অপরাধী চক্রের নেতার নির্দেশে ২০০ জনেরও বেশি ভুডু অনুশীলনকারী নিহত হয়।

এক মাস আগে, বন্দুকযুদ্ধের কারণে রাজধানীর বিমানবন্দরটি বাণিজ্যিক যানবাহনের জন্য বন্ধ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০