গুয়ানতানামো কারাগার থেকে ১১ ইয়েমেনি বন্দিকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৪:০৯
ছবি: গুয়ানতানামো

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস): মার্কিন প্রতিরক্ষা বিভাগ সোমবার বলেছে, তারা ১১ ইয়েমেনি বন্দিকে গুয়ানতানামো কারাগার থেকে ওমানে পুনর্বাসন করেছে। ১৫ জন এখনও কিউবায় বিতর্কিত আমেরিকান এই ঘাঁটিতে আটক রয়েছে।

প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ‘যুক্তরাষ্ট্র বন্দির সংখ্যা হ্রাস এবং শেষ পর্যন্ত গুয়ানতানামো-বে কেন্দ্রটি বন্ধ করার ওপর দৃষ্টি নিবদ্ধ করে চলমান মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ওমান সরকার ও অন্যান্য অংশীদারদের সদিচ্ছার প্রশংসা করেছে।’

প্রতিরক্ষা দপ্তর বলেছে, ১১ ইয়েমেনির মুক্তির ঘোষণার পাশাপাশি একজন বন্দিকে তিউনিসিয়ায় প্রত্যাবাসন করা হয়েছে। তাদের মুক্তির ফলে গুয়ানতানামো কারাগারে বন্দি সংখ্যা এখন মাত্র ১৫ জন। কারাগারটিতে সর্বোচ্চ ৮০০ বন্দি রাখা হয়েছিল।

প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, অবশিষ্ট আটকদের মধ্যে তিনজন স্থানান্তরের জন্য যোগ্য, তিনজন সম্ভাব্য মুক্তির জন্য পর্যালোচনার জন্য যোগ্য, সাতজন অভিযোগের সম্মুখীন এবং দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ২০২০ সালে তার নির্বাচনের আগে গুয়ানতানামো-বে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মেয়াদের এখন আর মাত্র কয়েক সপ্তাহ বাকি রয়েছে।

১১ সেপ্টেম্বর, ২০০১ এর হামলার (১/১১) পরিপ্রেক্ষিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অপসারণ করা ও যে সকল দেশ সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে তাদের শাস্তি দেওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্র ও এর অন্যান্য মিত্র দেশের ‘ওয়ার অন টেরর’ অভিযানকালে এই স্থাপনাটি খোলা হয়। বন্দীদের  অনির্দিষ্টকাল আটকে রাখার জন্য এটি ব্যবহৃত হয়েছে।

দক্ষিণ-পূর্ব কিউবার একটি মার্কিন নৌ ঘাঁটিতে নির্মিত কারাগারটি ৯/১১-এর পরে মানবাধিকার লঙ্ঘনের প্রতীক হয়ে ওঠার পাশাপাশি আন্তর্জাতিকভাবে ব্যাপক নিন্দা জানানো হয়েছে। দীর্ঘকাল ধরে বিচার ছাড়াই অনির্দিষ্টকালের আটকে রাখা এবং বিতর্কিত জিজ্ঞাসাবাদ পদ্ধতি নিয়ে অধিকার গোষ্ঠীগুলো ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করে আসছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা এটিকে ‘তুলনাহীন কুখ্যাতি’র’ সাইট হিসেবে নিন্দা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০