লেবাননকে ৩৭ কোটি ডলার মানবিক সহায়তার আহ্বান জাতিসংঘের

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:৫২

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতে বাস্তুচ্যুত লেবাননের জনগণের জন্য অতিরিক্ত ৩৭ কোটি ১৪ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

এই বাড়তি অর্থ গত অক্টোবরে প্রাথমিক সহায়তা হিসেবে লেবাননকে যে ৪২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দেওয়ার আহ্বান জানানো হয়েছিল তার সঙ্গে যুক্ত হবে। উভয় পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ায় কয়েক লাখ লোক তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে। 

জাতিসংঘ জানিয়েছে, আবেদনের পর প্রায় ২৫ কোটি মার্কিন ডলার সংগ্রহ হয়েছে।

গাজা যুদ্ধের ফলে হিজবুল্লাহ আন্তঃসীমান্তে এক বছরেরও বেশি ধরে গুলিবিনিময়ের পর ইসরাইল বোমা হামলা জোরদার করে। পরে লেবাননে সৈন্য পাঠায়। দুই মাসের রক্তক্ষয়ী যুদ্ধে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহসহ আরো একাধিক নেতা নিহত হয়। পরে উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধ বিরতি চুক্তি হলে নভেম্বর থেকে তা কার্যকর হয়।

লেবাননে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক ইমরান রিজা মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ‘যুদ্ধ বিরতিতে কিছুটা আশার আলো দেখা দিলেও এখনো ১ লাখ ২৫ হাজার লোক বাস্তুচ্যুত রয়েছে এবং আরো হাজার হাজার মানুষ জীবন পূর্ণগঠনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখী হচ্ছে।

তিনি আরো বলেছেন,  ‘অতিরিক্ত অর্থায়ন জীবন রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং ইতোমধ্যে ভয়াহ পরিস্থিতির আরো অবনতি রোধকল্পে জরুরি ভাবে প্রয়োজন।’

জাতিসংঘের মতে, গত ২৭ নভেম্বর ইসরাইল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে বাস্তুচ্যুত ৮ লাখেরও বেশি মানুষ তাদের বাড়ি ঘরে ফিরতে সক্ষম হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০