লেবাননকে ৩৭ কোটি ডলার মানবিক সহায়তার আহ্বান জাতিসংঘের

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:৫২

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতে বাস্তুচ্যুত লেবাননের জনগণের জন্য অতিরিক্ত ৩৭ কোটি ১৪ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

এই বাড়তি অর্থ গত অক্টোবরে প্রাথমিক সহায়তা হিসেবে লেবাননকে যে ৪২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দেওয়ার আহ্বান জানানো হয়েছিল তার সঙ্গে যুক্ত হবে। উভয় পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ায় কয়েক লাখ লোক তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে। 

জাতিসংঘ জানিয়েছে, আবেদনের পর প্রায় ২৫ কোটি মার্কিন ডলার সংগ্রহ হয়েছে।

গাজা যুদ্ধের ফলে হিজবুল্লাহ আন্তঃসীমান্তে এক বছরেরও বেশি ধরে গুলিবিনিময়ের পর ইসরাইল বোমা হামলা জোরদার করে। পরে লেবাননে সৈন্য পাঠায়। দুই মাসের রক্তক্ষয়ী যুদ্ধে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহসহ আরো একাধিক নেতা নিহত হয়। পরে উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধ বিরতি চুক্তি হলে নভেম্বর থেকে তা কার্যকর হয়।

লেবাননে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক ইমরান রিজা মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ‘যুদ্ধ বিরতিতে কিছুটা আশার আলো দেখা দিলেও এখনো ১ লাখ ২৫ হাজার লোক বাস্তুচ্যুত রয়েছে এবং আরো হাজার হাজার মানুষ জীবন পূর্ণগঠনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখী হচ্ছে।

তিনি আরো বলেছেন,  ‘অতিরিক্ত অর্থায়ন জীবন রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং ইতোমধ্যে ভয়াহ পরিস্থিতির আরো অবনতি রোধকল্পে জরুরি ভাবে প্রয়োজন।’

জাতিসংঘের মতে, গত ২৭ নভেম্বর ইসরাইল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে বাস্তুচ্যুত ৮ লাখেরও বেশি মানুষ তাদের বাড়ি ঘরে ফিরতে সক্ষম হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০