ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলায় দক্ষিণ আফ্রিকার সাথে আয়ারল্যান্ড

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:৪৩

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫(বাসস):গাজায় গণহত্যা চালানোয় ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যোগ দিয়েছে আয়ারল্যান্ড। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক বিচার আদালতের এক বিবৃতি থেকে একথা  বলা হয়েছে। 

‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ আজ এ খবর জানায়।

গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে (আই.সি.জে) মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ড বেশ কয়েক মাস ধরে এই মামলায় যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আসছিল। গত ৬ জানুয়ারি সোমবার আনুষ্ঠানিকভাবে দেশটি যুক্ত হয় মামলায়।

আদালত মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ‘আয়ারল্যান্ড, আদালতের সংবিধির ৬৩ অনুচ্ছেদ অনুসারে গাজা উপত্যকায় গণহত্যার অপরাধের প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের আবেদন সংক্রান্ত মামলায় যুক্ত হওয়ার ঘোষণা আদালতের রেজিস্ট্রিতে দাখিল করেছে।’

আয়ারল্যান্ডের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলকে অভিযুক্ত করে ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আই.সি.জে) মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। ইসরাইল দৃঢ়ভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে দক্ষিণ আফ্রিকার মামলাটিকে ‘আদালতের ঘৃণ্য এবং অবমাননাকর অপব্যবহার’ হিসাবে বর্ণনা করেছে।

২০২৪ সালের জানুয়ারিতে একটি প্রাথমিক রায়ে, আদালত ইসরাইলকে গাজায় তাদের হামলা থামানোর নির্দেশ দেন। এছাড়া মে মাসে দেশটিকে দক্ষিণ গাজার রাফাহ শহরে তার সামরিক আক্রমণ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন আদালত।

এই মামলায় আয়ারল্যান্ডের যোগ দেয়ার বিষয়টি প্রত্যাশিত ছিল। গত মাসে দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী মাইকেল মার্টিনের সাথে এই মামলায় যুক্তি দাখিল করার একটি পরিকল্পনা অনুমোদন করে সরকার। এছাড়া এক সপ্তাহের মধ্যে এটি নেদারল্যান্ডসের হেগে দায়ের করা হবে বলেও জানানো হয়।

গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনের কারণে ফিলিস্তিনি জনগণকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেখানে তীব্র মানবিক বিপর্যয়সহ অন্তত ৪৫ হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এছাড়া বাস্তুচ্যুত কয়েক লাখ।

মামলায় যুক্ত হওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রতি আয়ারল্যান্ডসের দীর্ঘস্থায়ী সমর্থন প্রতিফলিত হয়েছে।

গত মাসে আয়ারল্যান্ডের এই পদক্ষেপকে আইরিশ সরকারের চরম ইসরাইল-বিরোধী নীতি উল্লেখ করে ইসরাইল ঘোষণা করে যে, তারা ডাবলিনে তাদের দূতাবাস বন্ধ করে দেবে। তবে ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, এই পদক্ষেপের অর্থ এই নয় যে ইসরাইল আয়ারল্যান্ডের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল যৌথ আয়োজনে এশীয় আঞ্চলিক সম্মেলন শুরু
ঢাবির ১৫ গবেষণা কেন্দ্রে পরিচালক নিয়োগে প্রতিবেদন উপস্থাপন
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ 
খুলনা বিএনপির ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ১ জনের স্থগিত
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে বিশেষ দোয়া
নারায়ণগঞ্জে সাবেক ওসি মোরশেদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড
বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত 
নোংরা পরিবেশে পণ্য তৈরি, চট্টগ্রামে দুই বেকারিকে জরিমানা
১০