গাজার উত্তরে ৪ ইসরাইলি সৈন্য নিহত

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ আপডেট: : ১২ জানুয়ারি ২০২৫, ১৩:২৫

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী শনিবার জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরে হামাসের সাথে তাদের যুদ্ধে চার সৈন্য নিহত হয়েছে। এই মৃত্যুর ফলে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে মোট নিহত সৈন্যের সংখ্যা ৪০৩ জনে দাঁড়িয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, একই ঘটনায় এক কর্মকর্তা ও একজন রিজার্ভিস্ট সৈন্য গুরুতর আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনী শনিবার জানায়, তারা গাজার উত্তরে জাবালিয়ার কাছে এক স্থল অভিযানে তিন ফিলিস্তিন যোদ্ধাকে হত্যা করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরাইল অবিরাম স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামাসকে পুনরায় সংগঠিত হতে বাধা দেওয়ার লক্ষ্যে, অক্টোবরের শুরু থেকে ইসরাইল গাজার উত্তরে তীব্র আক্রমণ চালিয়ে আসছে।

এএফপির সরকারি ইসরাইলি পরিসংখ্যান অনুসারে, ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার ফলে ১,২০৮ জন ইসরাইলি নাগরিক নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

জাতিসংঘ কর্তৃক নির্ভরযোগ্য বিবেচিত হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে ৪৬,৫৩৭ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০