গাজার উত্তরে ৪ ইসরাইলি সৈন্য নিহত

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ আপডেট: : ১২ জানুয়ারি ২০২৫, ১৩:২৫

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী শনিবার জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরে হামাসের সাথে তাদের যুদ্ধে চার সৈন্য নিহত হয়েছে। এই মৃত্যুর ফলে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে মোট নিহত সৈন্যের সংখ্যা ৪০৩ জনে দাঁড়িয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, একই ঘটনায় এক কর্মকর্তা ও একজন রিজার্ভিস্ট সৈন্য গুরুতর আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনী শনিবার জানায়, তারা গাজার উত্তরে জাবালিয়ার কাছে এক স্থল অভিযানে তিন ফিলিস্তিন যোদ্ধাকে হত্যা করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরাইল অবিরাম স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামাসকে পুনরায় সংগঠিত হতে বাধা দেওয়ার লক্ষ্যে, অক্টোবরের শুরু থেকে ইসরাইল গাজার উত্তরে তীব্র আক্রমণ চালিয়ে আসছে।

এএফপির সরকারি ইসরাইলি পরিসংখ্যান অনুসারে, ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার ফলে ১,২০৮ জন ইসরাইলি নাগরিক নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

জাতিসংঘ কর্তৃক নির্ভরযোগ্য বিবেচিত হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে ৪৬,৫৩৭ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
তারেক রহমান ঘোষিত ৩১ দফাই আধুনিক বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা : কুমিল্লায় সেমিনারে বক্তারা
চাঁদপুরে কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করায় জরিমানা
সিলেটে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
১০