গাজার উত্তরে ৪ ইসরাইলি সৈন্য নিহত

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ আপডেট: : ১২ জানুয়ারি ২০২৫, ১৩:২৫

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী শনিবার জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরে হামাসের সাথে তাদের যুদ্ধে চার সৈন্য নিহত হয়েছে। এই মৃত্যুর ফলে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে মোট নিহত সৈন্যের সংখ্যা ৪০৩ জনে দাঁড়িয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, একই ঘটনায় এক কর্মকর্তা ও একজন রিজার্ভিস্ট সৈন্য গুরুতর আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনী শনিবার জানায়, তারা গাজার উত্তরে জাবালিয়ার কাছে এক স্থল অভিযানে তিন ফিলিস্তিন যোদ্ধাকে হত্যা করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরাইল অবিরাম স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামাসকে পুনরায় সংগঠিত হতে বাধা দেওয়ার লক্ষ্যে, অক্টোবরের শুরু থেকে ইসরাইল গাজার উত্তরে তীব্র আক্রমণ চালিয়ে আসছে।

এএফপির সরকারি ইসরাইলি পরিসংখ্যান অনুসারে, ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার ফলে ১,২০৮ জন ইসরাইলি নাগরিক নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

জাতিসংঘ কর্তৃক নির্ভরযোগ্য বিবেচিত হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে ৪৬,৫৩৭ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্যাসিবাদী কাঠামো এখনো ভাঙেনি: শিবির সভাপতি
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার প্রধান কারণ মাদক ও মোবাইল : অ্যাডভোকেট বোরহান
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে নিহত ১১
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান
আগামী তিনদিনে সিলেটের নদ-নদী পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে
যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত
১০