গাজার উত্তরে ৪ ইসরাইলি সৈন্য নিহত

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ আপডেট: : ১২ জানুয়ারি ২০২৫, ১৩:২৫

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী শনিবার জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরে হামাসের সাথে তাদের যুদ্ধে চার সৈন্য নিহত হয়েছে। এই মৃত্যুর ফলে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে মোট নিহত সৈন্যের সংখ্যা ৪০৩ জনে দাঁড়িয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, একই ঘটনায় এক কর্মকর্তা ও একজন রিজার্ভিস্ট সৈন্য গুরুতর আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনী শনিবার জানায়, তারা গাজার উত্তরে জাবালিয়ার কাছে এক স্থল অভিযানে তিন ফিলিস্তিন যোদ্ধাকে হত্যা করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরাইল অবিরাম স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামাসকে পুনরায় সংগঠিত হতে বাধা দেওয়ার লক্ষ্যে, অক্টোবরের শুরু থেকে ইসরাইল গাজার উত্তরে তীব্র আক্রমণ চালিয়ে আসছে।

এএফপির সরকারি ইসরাইলি পরিসংখ্যান অনুসারে, ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার ফলে ১,২০৮ জন ইসরাইলি নাগরিক নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

জাতিসংঘ কর্তৃক নির্ভরযোগ্য বিবেচিত হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে ৪৬,৫৩৭ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০