থাইল্যান্ডে বিতর্কিত ক্যাসিনো বিল অনুমোদন করেছে মন্ত্রিসভা

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:০৭

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : থাইল্যান্ডের মন্ত্রিসভা সোমবার পর্যটন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্ধারিত ‘বিনোদন কমপ্লেক্সে’ জুয়া বৈধ করার বিতর্কিত একটি বিল অনুমোদন করেছে। 

ব্যাংকক থেকে এএফপি জানায়, প্রস্তাবিত আইনটি এমন পর্যটন কমপ্লেক্সে ক্যাসিনো স্থাপনের অনুমতি দেবে, যেখানে থিম পার্ক, ওয়াটার পার্ক, হোটেল ও শপিং মল অন্তর্ভুক্ত থাকবে।

বর্তমানে থাইল্যান্ডে শুধুমাত্র নির্দিষ্ট রাজ্য পরিচালিত ঘোড়দৌড় ও লটারি জুয়া বৈধ, তবে অবৈধ জুয়া খেলা ব্যাপকভাবে প্রচলিত।

প্রধানমন্ত্রী পায়েতংতার্ন শিনাওয়াত্রা সাংবাদিকদের জানান, ‘এর উদ্দেশ্য হলো রাজস্ব বৃদ্ধি, থাইল্যান্ডে বিনিয়োগ উৎসাহিত করা এবং অবৈধ জুয়া সমস্যার সমাধান করা।’

এই বিলটি আইন প্রণয়নের লক্ষ্যে প্রথমে রাজ্য পরিষদের অফিসে খসড়া তৈরির জন্য পাঠানো হবে, তারপর সংসদে বিতর্ক ও ভোটের জন্য উপস্থাপিত হবে। এই প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে।

কোভিড-১৯ মহামারীর পর থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে দেশটি আরও বেশি পর্যটক আকৃষ্ট করতে চীন ও ভারতীয় পর্যটকদের জন্য ভিসা শর্ত সহজসহ বিভিন্ন কৌশল গ্রহণ করেছে।

উপ-অর্থমন্ত্রী জুলাপুন অমর্নবিভাত জানান, এই বিনোদন কমপ্লেক্সগুলো পর্যটকের সংখ্যা ৫-১০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে এবং ১৫,০০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবিত কমপ্লেক্সগুলোর অবস্থান ও নির্মাণের সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডে রক্ষণশীল গোষ্ঠীগুলো জুয়া বৈধ করার প্রচেষ্টার বিরোধিতা করে আসছে। তবে প্রতিবেশী কম্বোডিয়া, লাওস এবং মিয়ানমারে গোপন ক্যাসিনো কমপ্লেক্স গড়ে উঠেছে।

জাতিসংঘের মাদক ও অপরাধ অফিস গত বছর এক প্রতিবেদনে সতর্ক করে জানিয়েছিল, দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্যাসিনোগুলো ‘সংগঠিত অপরাধের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ পাচারের ব্যাংকিং কাঠামোর ভিত্তি’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল যৌথ আয়োজনে এশীয় আঞ্চলিক সম্মেলন শুরু
ঢাবির ১৫ গবেষণা কেন্দ্রে পরিচালক নিয়োগে প্রতিবেদন উপস্থাপন
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ 
খুলনা বিএনপির ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ১ জনের স্থগিত
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে বিশেষ দোয়া
নারায়ণগঞ্জে সাবেক ওসি মোরশেদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড
বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত 
নোংরা পরিবেশে পণ্য তৈরি, চট্টগ্রামে দুই বেকারিকে জরিমানা
১০