ব্রাজিলে ভূমিধসে কমপক্ষে সাত জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:২২ আপডেট: : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৭
ব্রাজিলে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধসে কমপক্ষে সাত জনের প্রাণহানি । ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে সাতজনের প্রাণহানি হয়েছে। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে আরো চারজন নিখোঁজ রয়েছে।

রোববার মিনাস গেরাইস রাজ্যের উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে  রিও ডি জেনেইরো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মেয়রের কার্যালয় জানিয়েছে, শনিবার রাতে এক ঘন্টার মধ্যে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ইপাটিঙ্গা নগরীতে ছয় জনের মৃত্যু হয়েছে।

দমকলকর্মীরা ভূমিধসে ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে আট বছর বয়সী এক ছেলের লাশ উদ্ধার করেছে।

নগরীর অন্যান্য স্থানে দুটি লাশ পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা কাদার নিচে চাপা পড়া আরও তিনজনের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।

নিকটবর্তী সান্তানা দো প্যারাইসো শহরেও একটি লাশ পাওয়া গেছে।

ল্যাটিন আমেরিকার বৃহত্তম দেশটি গত বছর  থেকে বেশ ক’টি চরম আবহাওয়াজনিত ঘটনার শিকার হয়েছে।

এপ্রিল ও মে মাসে রেকর্ড ভাঙা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির দক্ষিণাঞ্চলে ১৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

ব্রাজিল জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত একটি ঐতিহাসিক খরারও সম্মুখীন হয়েছে- যা ১৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দাবানল আমাজন রেইনফরেস্টের বিশাল অংশ গ্রাস করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০