বলসোনারোর পাসপোর্ট ফিরে পাওয়ার আবেদন খারিজ

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৪৮

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ব্রাজিলের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এক আদেশে দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে তার পাসপোর্ট ফিরিয়ে দিতে অস্বীকৃত জানিয়েছে। খবর এএফপি’র।

বিচারক আলেকজান্দ্রে ডি মোরেস-এর আদালত রায়ে বলেছেন, ‘বলসোনারো ব্রাজিলের জন্য এখনো হুমকি। তার দ্বারা এখনো ব্রাজিলের প্রতারিত হওয়ার শংকা রয়েছে।’

জাইর বলসোনারোর ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। ২০২২ সালের নির্বাচনে বামপন্থি লুলা ডি সিলভার কাছে হেরে যাওয়ার পরও ক্ষমতা আকড়ে ধরে রাখতে সেখানে একটা তদন্তের অংশ হিসাবে অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে বলসোনারোর পাসপোর্ট জব্দ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলসোনারো বলেছেন, বিচারকের এই সিদ্ধান্ত বিশ্বমঞ্চে ব্রাজিলের জন্য মর্যাদাহানিকর। একইসাথে ব্রাজিলের গণতন্ত্র ও বিচার ব্যবস্থার কথা ভেবে তিনি চিন্তিত।

সুপ্রিম কোর্টের আদেশের কিছু সময় আগে ‘নিউইয়র্ক টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলসোনারো ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে যোগদানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আমি শিশুদের মতো আনন্দ পেয়েছি। আমি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি। এ ছাড়া ঐ সাক্ষাৎকারে বলসোনারো ট্রাম্পকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে উল্লেখ করেছেন।  

পরে রক্ষণশীলদের ইউটিউব চ্যানেল রেভিস্তা ওয়েস্তিকে ব্রাজিলের সাবেক ডানপন্থী এই প্রেসিডেন্ট বলেছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা সম্ভব। তিনি আরও বলেছেন তার ট্রাম্পের স্ত্রী অভিষেক অনুষ্ঠানে অংশ নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০