বলসোনারোর পাসপোর্ট ফিরে পাওয়ার আবেদন খারিজ

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৪৮

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ব্রাজিলের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এক আদেশে দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে তার পাসপোর্ট ফিরিয়ে দিতে অস্বীকৃত জানিয়েছে। খবর এএফপি’র।

বিচারক আলেকজান্দ্রে ডি মোরেস-এর আদালত রায়ে বলেছেন, ‘বলসোনারো ব্রাজিলের জন্য এখনো হুমকি। তার দ্বারা এখনো ব্রাজিলের প্রতারিত হওয়ার শংকা রয়েছে।’

জাইর বলসোনারোর ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। ২০২২ সালের নির্বাচনে বামপন্থি লুলা ডি সিলভার কাছে হেরে যাওয়ার পরও ক্ষমতা আকড়ে ধরে রাখতে সেখানে একটা তদন্তের অংশ হিসাবে অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে বলসোনারোর পাসপোর্ট জব্দ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলসোনারো বলেছেন, বিচারকের এই সিদ্ধান্ত বিশ্বমঞ্চে ব্রাজিলের জন্য মর্যাদাহানিকর। একইসাথে ব্রাজিলের গণতন্ত্র ও বিচার ব্যবস্থার কথা ভেবে তিনি চিন্তিত।

সুপ্রিম কোর্টের আদেশের কিছু সময় আগে ‘নিউইয়র্ক টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলসোনারো ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে যোগদানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আমি শিশুদের মতো আনন্দ পেয়েছি। আমি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি। এ ছাড়া ঐ সাক্ষাৎকারে বলসোনারো ট্রাম্পকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে উল্লেখ করেছেন।  

পরে রক্ষণশীলদের ইউটিউব চ্যানেল রেভিস্তা ওয়েস্তিকে ব্রাজিলের সাবেক ডানপন্থী এই প্রেসিডেন্ট বলেছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা সম্ভব। তিনি আরও বলেছেন তার ট্রাম্পের স্ত্রী অভিষেক অনুষ্ঠানে অংশ নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
সাভারের সর্বত্র ছিল থমথমে পরিস্থিতি
১০