বলসোনারোর পাসপোর্ট ফিরে পাওয়ার আবেদন খারিজ

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৪৮

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ব্রাজিলের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এক আদেশে দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে তার পাসপোর্ট ফিরিয়ে দিতে অস্বীকৃত জানিয়েছে। খবর এএফপি’র।

বিচারক আলেকজান্দ্রে ডি মোরেস-এর আদালত রায়ে বলেছেন, ‘বলসোনারো ব্রাজিলের জন্য এখনো হুমকি। তার দ্বারা এখনো ব্রাজিলের প্রতারিত হওয়ার শংকা রয়েছে।’

জাইর বলসোনারোর ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। ২০২২ সালের নির্বাচনে বামপন্থি লুলা ডি সিলভার কাছে হেরে যাওয়ার পরও ক্ষমতা আকড়ে ধরে রাখতে সেখানে একটা তদন্তের অংশ হিসাবে অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে বলসোনারোর পাসপোর্ট জব্দ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলসোনারো বলেছেন, বিচারকের এই সিদ্ধান্ত বিশ্বমঞ্চে ব্রাজিলের জন্য মর্যাদাহানিকর। একইসাথে ব্রাজিলের গণতন্ত্র ও বিচার ব্যবস্থার কথা ভেবে তিনি চিন্তিত।

সুপ্রিম কোর্টের আদেশের কিছু সময় আগে ‘নিউইয়র্ক টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলসোনারো ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে যোগদানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আমি শিশুদের মতো আনন্দ পেয়েছি। আমি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি। এ ছাড়া ঐ সাক্ষাৎকারে বলসোনারো ট্রাম্পকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে উল্লেখ করেছেন।  

পরে রক্ষণশীলদের ইউটিউব চ্যানেল রেভিস্তা ওয়েস্তিকে ব্রাজিলের সাবেক ডানপন্থী এই প্রেসিডেন্ট বলেছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা সম্ভব। তিনি আরও বলেছেন তার ট্রাম্পের স্ত্রী অভিষেক অনুষ্ঠানে অংশ নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার প্রধান কারণ মাদক ও মোবাইল : অ্যাডভোকেট বোরহান
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে নিহত ১১
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান
আগামী তিনদিনে সিলেটের নদ-নদী পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে
যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত
৪ শাখার সঙ্গে জরুরি সভা ডেকেছে ছাত্রদল
১০