‘কৌশলগত ও অংশীদারিত্ব’ চুক্তি স্বাক্ষর করবে রাশিয়া ও ইরান

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:২২
ইরান ও রাশিয়ার প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শুক্রবার মস্কো সফরকালে রাশিয়া ও ইরানের একটি ‘ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব’ চুক্তি সই হবে। যা বিশ্বের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার অধীনে থাকা দু’টি দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে। শুক্রবার ক্রেমলিন এই ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা মস্কো ও তেহরানের মধ্যে ‘বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, লজিস্টিকস, মানবিক ক্ষেত্র এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক এজেন্ডায় বর্তমান ইস্যুতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবেন।’

চুক্তিটি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক অংশীদারিত্বকে শক্তিশালী করবে বলেও আশা করা হচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আক্রমণের পর তেকে ইরানি শাসকদের সাথে মস্কোর সম্পর্কজোরদার হয়েছে। ইরান ইউক্রেনের বেসামরিক অবকাঠামো এবং বিদ্যুৎ কেন্দ্র গুলোর লক্ষ্যবস্তুতে ব্যবহৃত শাহেদ ড্রোন রাশিয়াকে সরকরাহ করেছে।

গত অক্টোবরে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগেই ল্যাভরভ বলেছিলেন, রাশিয়া ‘অদুর ভবিষ্যতে’ ইরানের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করবে। ডিসেম্বরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানুয়ারির শেষ নাগাদ চুক্তিটি বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন।

পুতিন গত জুনে উত্তর কোরিয়ার নেতা কিম জন-উনের সাথে অনুরূপ একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। এই চুক্তির অধীনে উভয় পক্ষই আগ্রাসনের ক্ষেত্রে একে অপরকে সামরিকভাবে সমর্থন করতে সম্মত হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
সাভারের সর্বত্র ছিল থমথমে পরিস্থিতি
১০