দুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৩৬
ইমরান খান। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আল কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে শুক্রবার ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা খান বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ইমরানকে ১০ লক্ষ পাকিস্তানি রুপি এবং বুশরা বিবিকে ৫ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে।

বিচারক নাসির জাভেদ রানা সাজা ঘোষণা করে বলেন, ‘প্রসিকিউশন তার মামলার অভিযোগ প্রমাণ করেছে। ইমরান খান দোষী সাব্যস্ত হয়েছেন।’ এই  নিয়ে চারটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দোষী সাব্যস্ত হলেন।

রাওয়ালপিন্ডি থেকে এএফপি এই খবর জানায়।

রাজধানী ইসলামাবাদের কাছে যে কারাগারে খানকে বন্দী রাখা হয়েছে, সেখানে দুর্নীতি দমন আদালত এই দম্পতিকে আল-কাদির ট্রাস্ট নামে তাদের প্রতিষ্ঠিত একটি কল্যাণ ফাউন্ডেশনে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করেছেন।

খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে প্রায় ২শ’টি মামলার অভিযোগ রয়েছে। তিনি বলেন, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে ক্ষমতায় ফিরে আসতে বাধা দেওয়ার জন্য এসব মামলা সাজানো হয়েছে।

তার স্ত্রী বুশরা বিবি সম্প্রতি কারাদণ্ড স্থগিত হওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এএফপির সাংবাদিকরা শুক্রবার সকালে আদালতের শুনানিতে যোগদানের জন্য তাকে কারাগারে আসতে দেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাজ্যের ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০, গ্রেফতার ২
কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের
দিনাজপুরে অগ্নি প্রতিরোধ ও উদ্ধার মহড়া
মশার বংশবৃদ্ধি রোধে শহর জুড়ে কেসিসির পরিচ্ছন্নতা অভিযান
মির্জাপুরে দানবীর রণদা প্রসাদের জন্মজয়ন্তী পালিত
পটুয়াখালীতে জিয়া পরিষদ নেতার উঠান বৈঠক
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 
কুয়াকাটার বাজারে বিরল ‘কিং চাঁদা’ মাছ
মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৩ জনের প্রাণহানি, আহত ১১ 
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে মাঝারি ধরনের ভারী বর্ষণের শঙ্কা
১০