দুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৩৬
ইমরান খান। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আল কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে শুক্রবার ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা খান বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ইমরানকে ১০ লক্ষ পাকিস্তানি রুপি এবং বুশরা বিবিকে ৫ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে।

বিচারক নাসির জাভেদ রানা সাজা ঘোষণা করে বলেন, ‘প্রসিকিউশন তার মামলার অভিযোগ প্রমাণ করেছে। ইমরান খান দোষী সাব্যস্ত হয়েছেন।’ এই  নিয়ে চারটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দোষী সাব্যস্ত হলেন।

রাওয়ালপিন্ডি থেকে এএফপি এই খবর জানায়।

রাজধানী ইসলামাবাদের কাছে যে কারাগারে খানকে বন্দী রাখা হয়েছে, সেখানে দুর্নীতি দমন আদালত এই দম্পতিকে আল-কাদির ট্রাস্ট নামে তাদের প্রতিষ্ঠিত একটি কল্যাণ ফাউন্ডেশনে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করেছেন।

খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে প্রায় ২শ’টি মামলার অভিযোগ রয়েছে। তিনি বলেন, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে ক্ষমতায় ফিরে আসতে বাধা দেওয়ার জন্য এসব মামলা সাজানো হয়েছে।

তার স্ত্রী বুশরা বিবি সম্প্রতি কারাদণ্ড স্থগিত হওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এএফপির সাংবাদিকরা শুক্রবার সকালে আদালতের শুনানিতে যোগদানের জন্য তাকে কারাগারে আসতে দেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
সাভারের সর্বত্র ছিল থমথমে পরিস্থিতি
১০