বাসস
  ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৪৩

রাশিয়ায় নাভালনির ৩ আইনজীবীর কারাদণ্ড 

নাভালনির আইনজীবীরা। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাশিয়ার পেতুস্কির এক আদালত আজ বিরোধীদলীয় নেতা নাভালনির পক্ষে দাঁড়ানো তিন আইনজীবীকে চরমপন্থী সংগঠনের সাথে সম্পর্ক রাখার অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে। খবর এএফপি’র। 

সাজাপ্রাপ্ত আইনজীবীরা হচ্ছেন ভাদিম কোবজেভ, যাকে সাড়ে পাঁচ বছরের জেল দেওয়া হয়েছে। অ্যালেক্সি লিপ্টসার যাকে পাঁচ বছরের এবং ইগর সার্গুনিন যাকে সাড়ে তিন বছরের জেল প্রদান করা হয়েছে।