ঝড়-কবলিত অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের কিছু অংশকে দুর্গত এলাকা ঘোষণা

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:০৪

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ শনিবার ঝড়-কবলিত পূর্বাঞ্চলের কিছু অংশকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করেছে। তীব্র ঝড়ো হাওয়ার কারণে এই এলাকার গাছপালা উপড়ে পড়েছে এবং হাজার হাজার বাড়িঘরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি থেকে এএফপি এ খবর জানায়।

বুধবার থেকে সিডনি এবং নিউ সাউথ ওয়েলসের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত, বজ্রপাতসহ ঘণ্টায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়।

রাজ্যের জরুরি পরিষেবা মন্ত্রী জিহাদ ডিব বলেন, অনেক বিদ্যুতের লাইন ভেঙে পড়ার ফলে শনিবার প্রায় ত্রিশ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন রয়ে গেছে। যেখানে ঝড়ো হাওয়ায় ২ লাখ ৬০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, ’এটি এমন একটি দুর্যোগ যা পুরো রাজ্যকে প্রভাবিত করছে।’ 

তিনি বলেন জরুরি পরিষেবাগুলো নিউ সাউথ ওয়েলসের আশেপাশের ৭ হাজারেরও বেশি দুর্ঘটনায় সেবা প্রদান করেছে।  

তিনি বলেন, ’আমরা জানি এটি মোকাবেলা করা আমাদের জন্য সহজ ছিল না।’

তিনি বলেন, এখন পর্যন্ত তিনটি স্থানীয় সরকার এলাকাকে দুর্গত ঘোষণা করা হয়েছে, ফলে জরুরি আবাসন, প্রয়োজনীয় জিনিসপত্র, মেরামত এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য লোকেদের সহায়তার সুযোগ তৈরি হয়েছে।

বিদ্যুৎ নেটওয়ার্ক অসগ্রিড জানিয়েছে, বুধবার ১ লাখ ৪০ হাজার গ্রাহক এবং শুক্রবার আরও ৬৮ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কিছু এলাকায় প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার (১৪৩ মাইল) বেগে বাতাস বইছে।

পুলিশ জানিয়েছে, বুধবার সিডনি থেকে প্রায় ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) পশ্চিমে কাউরায় ঝড়ের কবলে পড়ে একটি গাড়ি গাছের সাথে ধাক্কা লেগে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের মানুষকেই ঠিক করতে হবে : মির্জা ফখরুল 
তুরস্কে বিক্ষোভ নিয়ে ছাত্র ও সাংবাদিক ২০০ জনের বিচার শুরু
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
১০