ডিআর কঙ্গো সংঘাতে উভয় পক্ষই যুদ্ধাপরাধ সংঘটিত করতে পারে : অ্যামনেস্টি

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০৯ আপডেট: : ২০ জানুয়ারি ২০২৫, ১২:৫৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার জানিয়েছে, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি)-র সেনাবাহিনী এবং রুয়ান্ডা-সমর্থিত মিলিশিয়াদের মধ্যে সংঘটিত যুদ্ধে উভয় পক্ষই বেসামরিক লোকেদের এলাকায় বিস্ফোরক নিক্ষেপ করে যুদ্ধের নিয়ম ভঙ্গ করেছে। কিনশাসা থেকে এএফপি এ খবর জানায়।

মানবাধিকার গোষ্ঠীটি একটি নতুন প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালের প্রথমার্ধে পূর্ব কঙ্গোতে স্থল থেকে নিক্ষেপিত রকেটের নির্বিচার ব্যবহারের ফলে ১০০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।

"স্বভাবতই ভুল" অস্ত্রের ব্যবহার বৃদ্ধির জন্য কঙ্গোর সেনাবাহিনী এবং জাতিগত তুতসিদের রক্ষা করার দাবিকারি এম ২৩ মুভমেন্ট উভয় পক্ষই দায়ী।

২০২১ সালের শেষের দিকে এম ২৩ পুনরুত্থানের পর থেকে ৩ থেকে ৪ হাজার রুয়ান্ডার সৈন্যের সহায়তায় ডিআরসি’র খনিজ সমৃদ্ধ পূর্বের বিশাল অংশ দখল করেছে, যার ফলে মানবিক সংকট দেখা দিয়েছে এবং হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।

হারানো অঞ্চল পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে, ডিআরসি’র সেনাবাহিনী কিনশাসাপন্থী মিলিশিয়াদের সহায়তায় পাল্টা আক্রমণ করে প্রতিশোধ নিয়েছে।

অ্যামনেস্টির প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে যুদ্ধে, "ঘনবসতিপূর্ণ বিস্তৃত এলাকায় দীর্ঘ সময় ধরে, ১৫০ বারেরও বেশি নিষিদ্ধ বিস্ফোরক অস্ত্র ব্যবহার করা হয়।’

এটি আরও যোগ করেছে, এই আক্রমণগুলোতে ১০০ জনেরও বেশি বেসামরিক নাগরিককে হত্যা এবং শত শত লোককে আহত করে, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে এবং সম্ভবত যুদ্ধাপরাধ করেছে। 

অ্যামনেস্টি বলেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উচিত এই হামলাগুলোকে "যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করে এর তদন্ত করা" যাতে দায়ীদের বিচারের আওতায় আনা যায়।

অ্যামনেস্টি আরও বলেছে, "কঙ্গোর কর্তৃপক্ষ দেখিয়েছে যে তারা এটি করতে অনিচ্ছুক বা অক্ষম।

গত বছর আইসিসি বলেছিল যে তারা পুনরায় সংঘাতের তদন্ত শুরু করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার প্রধান কারণ মাদক ও মোবাইল : অ্যাডভোকেট বোরহান
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে নিহত ১১
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান
আগামী তিনদিনে সিলেটের নদ-নদী পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে
যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত
৪ শাখার সঙ্গে জরুরি সভা ডেকেছে ছাত্রদল
১০