ভেনেজুয়েলার বিরোধীদলীয় প্রধানের সংসদ নির্বাচন বয়কটের আহ্বান 

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৩:৫৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাডো রোববার ২০২৫ সালের সংসদ নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন। নিকোলাস মাদুরো গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপকভাবে কারচুপি করেছেন বলে মনে করা হয়।

ভেনেজুয়েলার কারাকাস থেকে এএফপি এ খবর জানায়।

আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগ অংশ গত ২৮ জুলাইয়ের নির্বাচনে মাদুরোর বিজয়ের দাবির বিরোধিতা করেছে। বিরোধীরা বলেছেন যে তারা প্রমাণ করতে পারবে যে তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া নির্বাচনে জয়ী হয়েছেন।

আত্মগোপনে থাকা মাচাডো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বলেছেন, ’ফলাফলকে সম্মান না করে বারবার ভোট দেওয়া ভোটের অধিকার রক্ষা করা নয়, এটি জনসাধারণের ইচ্ছাকে বিকৃত করছে।’

এই বছর ভেনেজুয়েলায় সংসদ সদস্য, গভর্নর এবং মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের কোন তারিখ নির্ধারণ করা হয়নি।

৬২ বছর বয়সী এই নেতা ১০ জানুয়ারি শপথগ্রহণ করেন, যদিও ওয়াশিংটন মাদুরোর গ্রেফতারের জন্য ২৫ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করে এবং নিষেধাজ্ঞাগুলো বৃদ্ধি করা হয়। 

বিরোধী দল বলেছে, গত জুলাই মাসের ভোটের ফলাফলের হিসাব অনুযায়ী, ৭৫ বছর বয়সী গঞ্জালেজ উরুটিয়ার জয় স্পষ্ট, যিনি সেপ্টেম্বরে ভিন্নমত পোষণকারীদের উপর দমন-পীড়নের পর স্পেনে নির্বাসিত হয়েছিলেন।

২০২০ সালে, বিরোধী দল সংসদ নির্বাচন বয়কট করে, পাঁচ বছর আগে আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। অধিকার গোষ্ঠীগুলোর মতে, মাদুরোর মিত্ররা সংসদের নিয়ন্ত্রণ ফিরে পায় এবং তারপর থেকে ক্রমবর্ধমান নিপীড়নমূলক আইন পাস করে।

২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন মাদুরো দ্বিতীয় মেয়াদে পুননির্বাচিত হওয়ার দাবি করলেও বিরোধীদল এই নির্বাচন বয়কট করেছিল এবং বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায় তা প্রত্যাখ্যান করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০