ঘানায় সৈন্যদের সাথে সংঘর্ষে ৮ খনি শ্রমিক নিহত : সেনাবাহিনী

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ঘানায় মধ্যাঞ্চলীয় ওবুয়াসি শহরে ‘অ্যাংলোগোল্ড আশান্তি’ খনি সাইটে রাতের বেলায় পাহারারত সৈন্যদের সাথে সংঘর্ষে কমপক্ষে আটজন অবৈধ খনি শ্রমিক নিহত হয়েছে।  সেনাবাহিনীর বরাত দিয়ে আক্রা থেকে রোববার এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার গভীর রাতে খনির নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে প্রায় ৬০ জন খনি শ্রমিক রাইফেল, চাপাতি এবং পাম্প-অ্যাকশন বন্দুক নিয়ে বেরিয়ে আসে।

বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর একটি টহল দল তাদের বাধা দিলে তারা গুলি চালায়। এতে আত্মরক্ষার জন্য সৈন্যরাও গুলি চালায়। গোলাগুলির ফলে ঘটনাস্থলেই সাতজন খনি শ্রমিক নিহত হন, গুরুতর আহত আরেকজন পরে হাসপাতালে মারা যায়।’

গুলিবিদ্ধ একজন সৈন্যকে চিকিৎসা দেওয়া হয়।

সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, সংঘর্ষের সময় খনি কোম্পানির চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘানার প্রেসিডেন্ট জন মাহামার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিচারে আওতায় আনতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। 

মাহামা আহতদের চিকিৎসা ব্যয় বহন এবং মৃতদের দাফনের ব্যবস্থা করতে অ্যাংলোগোল্ড আশান্তিকে নির্দেশ দিয়েছেন।

আফ্রিকার শীর্ষস্থানীয় সোনা উৎপাদনকারী ঘানা দীর্ঘদিন ধরে সামরিক বাহিনী ও খনি শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে জর্জরিত। বেকারত্ব এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ সেখানে প্রায়শই উত্তেজনা বৃদ্ধি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
১০