ঘানায় সৈন্যদের সাথে সংঘর্ষে ৮ খনি শ্রমিক নিহত : সেনাবাহিনী

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ঘানায় মধ্যাঞ্চলীয় ওবুয়াসি শহরে ‘অ্যাংলোগোল্ড আশান্তি’ খনি সাইটে রাতের বেলায় পাহারারত সৈন্যদের সাথে সংঘর্ষে কমপক্ষে আটজন অবৈধ খনি শ্রমিক নিহত হয়েছে।  সেনাবাহিনীর বরাত দিয়ে আক্রা থেকে রোববার এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার গভীর রাতে খনির নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে প্রায় ৬০ জন খনি শ্রমিক রাইফেল, চাপাতি এবং পাম্প-অ্যাকশন বন্দুক নিয়ে বেরিয়ে আসে।

বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর একটি টহল দল তাদের বাধা দিলে তারা গুলি চালায়। এতে আত্মরক্ষার জন্য সৈন্যরাও গুলি চালায়। গোলাগুলির ফলে ঘটনাস্থলেই সাতজন খনি শ্রমিক নিহত হন, গুরুতর আহত আরেকজন পরে হাসপাতালে মারা যায়।’

গুলিবিদ্ধ একজন সৈন্যকে চিকিৎসা দেওয়া হয়।

সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, সংঘর্ষের সময় খনি কোম্পানির চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘানার প্রেসিডেন্ট জন মাহামার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিচারে আওতায় আনতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। 

মাহামা আহতদের চিকিৎসা ব্যয় বহন এবং মৃতদের দাফনের ব্যবস্থা করতে অ্যাংলোগোল্ড আশান্তিকে নির্দেশ দিয়েছেন।

আফ্রিকার শীর্ষস্থানীয় সোনা উৎপাদনকারী ঘানা দীর্ঘদিন ধরে সামরিক বাহিনী ও খনি শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে জর্জরিত। বেকারত্ব এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ সেখানে প্রায়শই উত্তেজনা বৃদ্ধি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০