উবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর সাবস্ক্রিপশন কৌশলের অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা 

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৩:৩৩

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন নিয়ন্ত্রকরা সোমবার উবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। উবার ‘ওয়ান’ সাবস্ক্রিপশন পরিষেবায় প্রচারমূলক সঞ্চয় সম্পর্কে ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে। এমনকি তাদের সম্মতি ছাড়াই সাইন আপ করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সান ফ্রান্সিসকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এক আইনি অভিযোগে যুক্তি দিয়ে বলেছে, ‘সান ফ্রান্সিসকো-ভিত্তিক কোম্পানিটি উবার ‘ওয়ানে’ কৌশল ব্যবহার করে অনলাইন ক্রেতাদের আত্মবিশ্বাস পুনরুদ্ধার আইন লঙ্ঘন করেছে।’

এফটিসির চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন মামলাটি দায়ের করার ঘোষণা দিয়ে এক বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমেরিকানরা অবাঞ্ছিত সাবস্ক্রিপশনের জন্য সাইন আপ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। যা বাতিল করা অসম্ভব বলে মনে হচ্ছে। 

তিনি বলেন, ‘আমরা অভিযোগ করছি, ‘উবার কেবল গ্রাহকদের তাদের সাবস্ক্রিপশন সম্পর্কে প্রতারণা করেনি, বরং গ্রাহকদের জন্য বাতিল করাও অযৌক্তিকভাবে কঠিন করে তুলেছে।’

উবার ওয়ান গ্রাহকরা উবার ‘ইটস পরিষেবা’ ব্যবহার করে রাইড বা খাবার ডেলিভারিতে ছাড় পেয়ে থাকেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবস্ক্রিপশনের জন্য সাধারণত প্রতি মাসে প্রায় ১০ ডলার খরচ হয়। উবার মানুষকে মাসিক ২৫ ডলার সঞ্চয়ের প্রতিশ্রুতি দিয়ে সাইন আপ করতে প্রলুব্ধ করেছিল। কিন্তু সাবস্ক্রিপশন ফি-তে তা প্রযোজ্য ছিল না।

এফটিসির আইনজীবীরা যুক্তি দিয়েছেন বলেছেন, উবারের মাসিক সঞ্চয়ের প্রতিশ্রুতি বিভ্রান্তিকর এবং কোম্পানি ব্যবহারকারীদের জন্য উবার ‘ওয়ান’ সাবস্ক্রিপশন বন্ধ করা কঠিন করে তুলেছে। যদিও তারা বলেছে যে তারা সহজেই ‘যেকোনো সময় বাতিল’ করতে পারে।

উবার সম্মতি ছাড়াই কাউকে সাইন আপ করার বিষয়টি অস্বীকার করেছে এবং বলেছে বেশির ভাগ সাবস্ক্রিপশন বাতিল করতে অ্যাপটিতে ২০ সেকেন্ডেরও কম সময় লাগে।

উবারের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘আমরা হতাশ যে এফটিসি এই পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

ওই মুখপাত্র আরো বলেন, উবার ‘আস্থাশীল যে আদালত আমরা ইতোমধ্যে যা জানি তার সাথে একমত হবে। উবার ওয়ানের সাইন-আপ এবং বাতিলকরণ প্রক্রিয়াগুলো স্পষ্ট, সহজ এবং আইন মেনে করে হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য সংস্কার কমিশনের সুপারিশ 
মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রাম্পের ‘রাজনৈতিক হস্তক্ষেপের’ নিন্দা জানিয়ে চিঠি 
ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করলেন মির্জা ফখরুল
মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত 
চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসছে ২৫ এপ্রিল
দোহায় ৪ নারী ক্রীড়াবিদকে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা
সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পণ্য জব্দ
লিড নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
বাংলাদেশকে ৬২ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার ঋণ দিবে কোরিয়া
বায়ার্নের অনুশীলনে ফিরেছেন নয়্যার ও উপামেকানো
১০