কাশ্মীরে হামলায় জড়িত ৩ সন্দেহভাজনের ছবি প্রকাশ

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৭:০৬ আপডেট: : ২৩ এপ্রিল ২০২৫, ১৭:২২

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় জড়িত তিন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো। শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলায় ২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে দিয়ে ‘পিটিআই’ জানিয়েছে, হামলাকারীদের সবাই লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত এবং তাদের মধ্যে কমপক্ষে দু’জন ‘বিদেশি’ বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলো হামলাকারীদের খুঁজে বের করতে এবং এর পেছনের পরিকল্পনা উদঘাটনের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

এদিকে নিরাপত্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে আরেক ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, কাশ্মীর হত্যাকাণ্ডে জড়িত চারজনকে শনাক্ত এবং তাদের ছবি প্রকাশ করার তথ্য দিয়েছে। তাদের দাবি, ওই চারজনের নাম হলো— আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা।

গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, হামলাকারীরা সংখ্যায় পাঁচ থেকে ছয় জন ছিল। সবার মুখে ছিল মাস্ক এবং হাতে একে ৪৭-এর মতো বন্দুক। আচমকাই পর্যটকদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের বাড়ি পশ্চিমবঙ্গে।

পাকিস্তান-ভিত্তিক ‘নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন’ লস্কর-ই-তৈয়বা (এলইটি)-এর ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’, মঙ্গলবারের হামলার দায় স্বীকার করেছে। হামলার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে ছুটে যান এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে সঙ্গে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন।

অন্যদিকে, জম্মু ও কাশ্মীর সরকার নিহতদের পরিবার প্রতি ১০ লাখ রুপি করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। পাশাপাশি গুরুতর জখম ব্যক্তিদের দুই লাখ এবং অপেক্ষাকৃত কম গুরুতর আহতদের এক লাখ রুপি করে আর্থিক সাহায্য করা হবে বলেও জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহায় ফায়ারসাইড চ্যাটে যোগ দিলেন অধ্যাপক ইউনূস
আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরু রাজনীতিতে বিশ্বাসী নই: ডা. শফিকুর রহমান
জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগের দেয়া সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি শিবিরের
জনদুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
বাংলাদেশ এবং ওএফআইডি’র মধ্যে চুক্তি
কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার
সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
তিস্তার পানি প্রশ্নে কোনো ধরনের কূটনৈতিক রাজনীতি হোক তা দেখতে চাই না: তারেক রহমান
রাজউকের ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ও বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট’ নতুন করে প্রণয়ন করা হবে: পরিবেশ উপদেষ্টা 
১০