সৌদি আরবে মাদক সংশ্লিষ্ট অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে ‘বিপজ্জনক বৃদ্ধিতে’ উদ্বেগ অ্যামনেস্টির

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১০:০৭

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : সৌদি আরবে মাদক সংশ্লিষ্ট অপরাধের দায়ে ধারাবাহিক মৃত্যুদণ্ড কার্যকরের প্রেক্ষাপটে বৃহস্পতিবার মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে ‘বিপজ্জনক বৃদ্ধির’ ঘটনা আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছে।

দুবাই থেকে এএফপি জানায়, অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সৌদি কর্তৃপক্ষ অন্তত ৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।

এই সংখ্যা এএফপির নিজস্ব হিসাবের সঙ্গেও মিলে যায়, যা সৌদি সংবাদমাধ্যমে প্রকাশিত ঘোষণার ওপর ভিত্তি করে তৈরি।

সংস্থাটি জানায়, এই মৃত্যুদণ্ডের মধ্যে ৫২টি ছিল মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত।

অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক উপ-আঞ্চলিক পরিচালক ক্রিস্টিন বেকারলে বলেন, ‘মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের এই বিপজ্জনক বৃদ্ধিই আসল চিত্র উন্মোচন করে—সৌদি আরব আন্তর্জাতিক আইন ও মানদণ্ডকে প্রকাশ্যেই অবজ্ঞা করছে, যেখানে মৃত্যুদণ্ড শুধুমাত্র ‘চরমতম অপরাধ’ অর্থাৎ ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য।’

রোজার মাস রমজানে এক মাসের বিরতির পর মৃত্যুদণ্ড কার্যকরের হার আবারও বেড়ে যায় বলে অ্যামনেস্টি উল্লেখ করে।

এর আগে এএফপির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সৌদি আরবে অন্তত ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল—যা ২০২৩ সালের (১৭০) দ্বিগুণ এবং ২০২২ সালের পূর্বতন রেকর্ড (১৯৬) থেকেও অনেক বেশি।

সৌদি আরব বিশ্বে সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশগুলোর অন্যতম।

দেশটির ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি সরকার পর্যটন অবকাঠামো নির্মাণ ও ২০৩৪ বিশ্বকাপসহ আন্তর্জাতিক ক্রীড়া আসরে বিপুল অর্থ বিনিয়োগ করছে, যাতে তেলের ওপর নির্ভরশীল অর্থনীতি বৈচিত্র্যময় করা যায়।

তবে অধিকারকর্মীদের মতে, মৃত্যুদণ্ডের প্রতি সৌদি আরবের অটল অবস্থান যুবরাজ মোহাম্মদের ভিশন ২০৩০ সংস্কার কর্মসূচির কেন্দ্রীয় লক্ষ্য—একটি আরও মুক্ত ও সহনশীল সমাজ গঠনের ভাবমূর্তিকে আঘাত করছে।

সৌদি কর্তৃপক্ষের দাবি, জনশৃঙ্খলা রক্ষার জন্য মৃত্যুদণ্ড প্রয়োজনীয় এবং এটি সব ধরনের আপিল প্রক্রিয়া শেষে কেবলমাত্র কার্যকর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু
সাতক্ষীরার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত
তৃতীয়বারের মতো ইরানিদের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন দূত
সিলেটে দৈনিক ৫ কোটি লিটার পানি শোধনাগার প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ
গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে
বেরাইদে ৭ কিলোমিটার রাস্তার কাজ শেষ পর্যায়ে: ডিএনসিসি প্রশাসক
‘শ্রমিক আবাসন নীতি’ ও প্রতিবন্ধী শ্রমিক সুরক্ষায় সংস্কার কমিশনের সুপারিশ
হামাস আত্মসমর্পণ করবে না: ব্রিটিশ বিশ্লেষক
যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে: দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ব্যাংক প্রধান
থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে ৬ পুলিশ কর্মকর্তা নিহত
১০