পেরুতে ৫,০০০ বছর প্রাচীন অভিজাত নারীর দেহাবশেষ উদ্ধার

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১০:১৯

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : পেরুর প্রত্নতাত্ত্বিকেরা বৃহস্পতিবার জানিয়েছেন, আমেরিকার প্রাচীনতম সভ্যতার কেন্দ্র ‘কারাল’ শহরের পবিত্র এলাকায় খননকার্য চালিয়ে ৫,০০০ বছর আগের এক অভিজাত নারীর মমিকৃত দেহাবশেষ পাওয়া গেছে। এ আবিষ্কারে প্রমাণ মিলেছে, ওই সভ্যতায় নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

'যে কঙ্কাল উদ্ধার হয়েছে, তা সম্ভবত এক উচ্চ মর্যাদার নারীর—অভিজাত এক নারীর,' বলেন প্রত্নতাত্ত্বিক ডেভিড পালোমিনো।

পেরু থেকে এএফপি জানায়, মমিটি উদ্ধার হয়েছে কারাল শহরের অন্তর্গত পবিত্র স্থান অ্যাস্পেরো থেকে, যা ১৯৯০-এর দশক পর্যন্ত ৩০ বছরের বেশি সময় একটি আবর্জনার স্তূপ ছিল। পরে এটি একটি প্রত্নতাত্ত্বিক এলাকায় রূপ নেয়।

পালোমিনো জানান, খ্রিষ্টপূর্ব ৩০০০ সালের সময়কার এ দেহাবশেষ খুব যত্নসহকারে সংরক্ষিত ছিল। এর কিছু ত্বক, নখ ও চুল অবশিষ্ট ছিল। একাধিক স্তরের বস্ত্র এবং একটি রঙিন ম্যাকাও পাখির পালক দিয়ে তৈরি চাদরে মমিটি মোড়া ছিল।

ম্যাকাও হলো টিয়াপাখি পরিবারের অন্তর্গত রঙিন এক প্রজাতি।

সংস্কৃতি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে প্রদর্শিত হয় সেই নারীর সমাধি-উপকরণ বা কবরের সরঞ্জাম। এর মধ্যে ছিল টুকান পাখির ঠোঁট, একটি পাথরের বাটি এবং একটি খড়ের তৈরি  ঝুড়ি।প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বরে পাওয়া এই দেহাবশেষের নারীটির বয়স ছিল আনুমানিক ২০ থেকে ৩৫ বছরের মধ্যে, উচ্চতা ছিল প্রায় ১.৫ মিটার (৫ ফুট)। তাঁর মাথায়  একটি অলঙ্কার সজ্জিত পাগড়ি ছিল, যা তাঁর সামাজিক মর্যাদা নির্দেশ করে।

পালোমিনো বলেন, 'এখন পর্যন্ত সাধারণভাবে ধারণা করা হতো যে শাসকেরা পুরুষই হতেন অথবা সমাজে তাদের ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এই আবিষ্কার প্রমাণ করে, কারাল সভ্যতায় নারীরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।'

কারাল সভ্যতা খ্রিষ্টপূর্ব ৩০০০ থেকে ১৮০০ সালের মধ্যে বিকাশ লাভ করে—মেসোপটেমিয়া, মিশর ও চীনের প্রাচীন সংস্কৃতির সমসাময়িক হিসেবে।

শহরটি লিমা থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১৩ মাইল) উত্তরে এবং প্রশান্ত মহাসাগর থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে সুফে উপত্যকার উর্বর অঞ্চলে অবস্থিত।

২০০৯ সালে কারালকে জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু
সাতক্ষীরার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত
তৃতীয়বারের মতো ইরানিদের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন দূত
সিলেটে দৈনিক ৫ কোটি লিটার পানি শোধনাগার প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ
গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে
বেরাইদে ৭ কিলোমিটার রাস্তার কাজ শেষ পর্যায়ে: ডিএনসিসি প্রশাসক
‘শ্রমিক আবাসন নীতি’ ও প্রতিবন্ধী শ্রমিক সুরক্ষায় সংস্কার কমিশনের সুপারিশ
হামাস আত্মসমর্পণ করবে না: ব্রিটিশ বিশ্লেষক
যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে: দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ব্যাংক প্রধান
থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে ৬ পুলিশ কর্মকর্তা নিহত
১০