চীন-ইইউ সম্পর্কের ৫০ বছর : সফরে ইউরোপীয় কাউন্সিল ও কমিশন প্রধান

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:০৫

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : চীন মঙ্গলবার জানিয়েছে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েনকে সফরের জন্য স্বাগত জানাবে দেশটি। চীন-ইইউ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সফরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বেইজিং থেকে এএফপি জানায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেন, ‘‘চীন ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট কস্তা এবং ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট ফন ডের লায়েনকে চীনে স্বাগত জানাবে পরবর্তী চীন-ইইউ বৈঠকের জন্য।’’

তিনি জানান, ‘দুই পক্ষ কৌশল, অর্থনীতি ও বাণিজ্য, সবুজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চপর্যায়ের সংলাপে অংশ নেবে।'

তবে এই সফর কবে অনুষ্ঠিত হবে, তা উল্লেখ করেননি তিনি।

চীনের মুখপাত্র আরও বলেন, ‘‘চীন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়—সংলাপ ও সহযোগিতা জোরদার করতে, মতপার্থক্য ও ভিন্নমত সুষ্ঠুভাবে মোকাবিলা করতে এবং চীন-ইইউ সম্পর্ককে আরও এগিয়ে নিতে।’’

এই মন্তব্য এসেছে এমন এক সময়, যখন চীন সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টের পাঁচজন সদস্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এই নিষেধাজ্ঞাগুলো চীনের উইঘুর মুসলিম সংখ্যালঘুদের আচরণের বিষয়ে ইইউ সমালোচনার জবাবে দেওয়া হয়েছিল।

গত সপ্তাহেই বেইজিং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ককে ‘‘বিশ্ব অর্থনীতিতে এক মূল্যবান স্থিতিশীলতা’’ হিসেবে আখ্যায়িত করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যে চীন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহী হয়ে উঠেছে। তারা নিজেদের তুলে ধরছে একটি ‘বিশ্বাসযোগ্য অংশীদার’ হিসেবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত নীতির বিপরীতে।

এছাড়া, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার ইউরোপীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, শি বলেছেন—তিনি কস্তা ও ফন ডের লায়েনের সঙ্গে কৌশলগত সংলাপ গভীর করতে, পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধিতে এবং মতবিরোধ সঠিকভাবে মোকাবিলা করে সম্পর্ককে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে আগ্রহী।

তিনি আরও বলেন, 'চীন ও ইউরোপীয় ইউনিয়নের উচিত বহুপাক্ষিকতাকে সমর্থন করা, ন্যায্যতা ও বিচার রক্ষা করা, একতরফা দমননীতির বিরোধিতা করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর প্রতিটি মসজিদে দোয়া
১০