ব্রিটেনের প্রিন্সেস ক্যাথরিন রয়্যাল অ্যাসকট ঘোড়দৌড় অনুষ্ঠানে অংশ নেবেন না

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ২২:১৩

ঢাকা, ১৮ জুন, ২০২৫ (বাসস): ক্যানসার থেকে সেরে ওঠার পর ধীরে ধীরে রাজকীয় দায়িত্বে ফিরলেও ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন (কেট মিডলটন) এ বছর দক্ষিণ ইংল্যান্ডের বার্কশায়ারে আয়োজিত ঐতিহ্যবাহী রয়্যাল অ্যাসকট ঘোড়দৌড় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না বলে বুধবার জানিয়েছে কেনসিংটন প্রাসাদ।

লন্ডন থেকে এএফপি জানায়, রাজপরিবারের জন্য এই অ্যাসকট প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ক্রীড়া আয়োজন, যেখানে প্রায়শই রাজা তৃতীয় চার্লস, রানি ক্যামিলা, রাজপুত্র উইলিয়ামসহ রাজপরিবারের সদস্যরা ঘোড়ার গাড়িতে এসে জমকালো উপস্থিতি জানান দেন।

৪৩ বছর বয়সী ভবিষ্যৎ রানি ক্যাথরিন বর্তমানে শরীর ও কাজের মধ্যে ‘সঠিক ভারসাম্য’ খুঁজে নিতে সময় নিচ্ছেন বলে জানায় ব্রিটিশ প্রেস অ্যাসোসিয়েশন। রাজকুমার উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও এবার বিশেষ করে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রিয় ক্রীড়ানুষ্ঠান হিসেবে পরিচিত অ্যাসকটের মতো অনুষ্ঠানে রাজকীয়ভাবে অংশ নিতে পারছেন না বলে হতাশ।

২০২৪ সালের মার্চে তিন সন্তানের জননী ক্যাথরিন জানান, তিনি একটি অজানা ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং ‘প্রিভেনটিভ কেমোথেরাপি’ নিচ্ছেন। পরে সেপ্টেম্বরে তিনি ক্যানসার-মুক্ত বলে জানান।

এরপর থেকে ধাপে ধাপে রাজকীয় দায়িত্বে ফিরছেন ক্যাথরিন। গত শনিবার তিনি চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক কুচকাওয়াজ শেষে বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন। এরপর সোমবার তাকে উইন্ডসরে অবস্থিত সেন্ট জর্জ চ্যাপেলে এক আনুষ্ঠানিক রাজকীয় আয়োজনে অংশ নিতে দেখা গেছে।

রয়্যাল অ্যাসকট প্রতিদিন শুরু হয় ‘রয়্যাল প্রসেশন’ দিয়ে, যেখানে রাজা ও রাজপরিবারের সদস্যরা ঘোড়ায় টানা গাড়িতে করে মাঠে প্রবেশ করেন। এরপর তারা ‘রয়্যাল এনক্লোজার’ নামের বিশেষ স্থানে বসে দৌড় উপভোগ করেন।

এই এনক্লোজারে রয়েছে কড়া পোশাকবিধি: পুরুষদের জন্য টপ হ্যাট ও লম্বা টেইল-কোট, নারীদের জন্য হাঁটুর নিচ পর্যন্ত পোশাক ও হ্যাট বাধ্যতামূলক।

রাজা তৃতীয় চার্লস নিজেও ২০২৪ সালের শুরুতে এক অজানা ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান। তিনি এখন নিয়মিত রাজকীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন, তবে এখনো চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
জয়সওয়ালকে বল ছুঁড়ে শাস্তি পেলেন সিলেস
নানা আয়োজনে জয়পুরহাটে দুর্যোগ প্রশমন দিবস পালিত
গোপালগঞ্জে বাসের ধাক্কায় কৃষক নিহত
টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান
আন্দোলনরত শিক্ষার্থীদের চমেক ডেন্টাল ইউনিট ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
১০