ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : বাণিজ্যযুদ্ধের উত্তেজনা প্রশমনে সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক আলোচনায় বসছে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন করে শুল্ক আরোপের পর দুই দেশের মধ্যে এটি প্রথম প্রকাশ্য বৈঠক হতে যাচ্ছে।
এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার ইউরোপে অনুষ্ঠেয় বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেবেন বলে জানিয়েছেন দুই কর্মকর্তার দপ্তর।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট জানান, শনিবার ও রোববার দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে এবং এর লক্ষ্য হবে ভবিষ্যৎ আলোচনা প্রস্তুত করা। তার ভাষায়, ‘আমরা কী নিয়ে আলোচনা করব, তা নিয়েই এ বৈঠক। আমার ধারণা, এটি হবে উত্তেজনা কমানো নিয়ে, কোনো বড় বাণিজ্য চুক্তি নিয়ে নয়। আগে উত্তেজনা কমাতে হবে, তারপর এগোনো যাবে।’
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বেইজিংয়ের পক্ষ থেকে অংশ নেবেন উপ-প্রধানমন্ত্রী হে লিফেং। চীনের বিবৃতিতে বলা হয়েছে, ‘চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে চীনের প্রধান প্রতিনিধি হিসেবে উপ-প্রধানমন্ত্রী হে মার্কিন ট্রেজারি সেক্রেটারি বেসেন্টের সঙ্গে বৈঠক করবেন।’
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর) জানিয়েছে, গ্রিয়ারও বৈঠকে চীনের তার সমমর্যাদার কর্মকর্তার সঙ্গে আলোচনা করবেন। তবে চীনের ওই প্রতিনিধির নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফেরার পর চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপ করে তার প্রশাসন। পাশাপাশি নির্দিষ্ট কিছু খাতভিত্তিক কঠোর শুল্কও আরোপ করা হয়।
এর পাল্টা জবাবে চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ১২৫টি পৃথক শুল্ক আরোপ করে এবং আরও লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নেয়।
এই পাল্টাপাল্টি শুল্ক আরোপে দুই দেশের বাণিজ্যে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আর্থিক বাজারগুলোতে ঝাঁকুনি লেগেছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের গতি হঠাৎ কমে গেছে বলে জানিয়েছে।