ক্রমবর্ধমান পর্যটন ও জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে আলবেনিয়ার উপকূল

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:৩৭

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস): আলবেনিয়ার উপকূল এখন জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত পর্যটন উন্নয়নের দ্বৈত চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উত্তরের ভেলিপোজা অঞ্চল থেকে শুরু করে দক্ষিণের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গোলেম পর্যন্ত পুরো অ্যাড্রিয়াটিক উপকূল জুড়েই প্রকৃতিকে হুমকির মুখে ফেলেছে। যেখানে তরঙ্গ একটি শতবর্ষী অরণ্য গ্রাস করছে এবং অতিরিক্ত হোটেল ও রেস্টুরেন্ট নির্মাণের ফলে সেখানকার ভূমিক্ষয় ত্বরান্বিত করেছে। আলবেনিয়ার তিরানা থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

নগর পরিকল্পনা বিশেষজ্ঞ বেসজানা শেহু এএফপিকে জানান, ‘আলবেনিয়ার ২৭৩ কিলোমিটার উপকূলরেখার মধ্যে প্রায় ১৫৪ কিলোমিটার ক্ষয়ের শিকার," বাল্কান অঞ্চলের এই দেশে পর্যটনের হার দ্রুত বাড়ছে—২০১৮ সালে ৫.১ মিলিয়ন থেকে ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ১০.১ মিলিয়ন। এজন্য নতুন হোটেল, রেস্টুরেন্ট ও বিচ বারের নির্মাণ প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করছে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। 

উত্তরের ভেলিপোজা এলাকায়, যা একটি সংরক্ষিত অঞ্চল এবং মন্টেনেগ্রোর সীমানার কাছাকাছি অবস্থিত, সেখানে প্রতি বছর সমুদ্র ৫ মিটারেরও বেশি অগ্রসর হচ্ছে। সমুদ্র ইতিমধ্যে ২১০ মিটার পর্যন্ত উপকূলীয় বনাঞ্চল গ্রাস করে ফেলেছে,  সমুদ্রের নোনাজল সেখানকার পুরো ইকোসিস্টেমের অস্তিত্ব হুমকির মুখে ফেলেছে। বালির উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অসংখ্য পাইন গাছের কাণ্ড, যার অনেকগুলোই গত মাসের প্রবল ঝড়ে উপড়ে গেছে।

শকোদ্রা অঞ্চলের সংরক্ষিত এলাকা সংস্থার প্রধান আগিম দারধা বলেন "ভেলিপোজা পার্ক ক্রমেই ছোট হয়ে আসছে,"  গত ১০ বছরে পার্কটি ৩০ হেক্টরেরও বেশি জমি হারিয়েছে।

একটি দ্বীপের মৃত্যু:

নিকটবর্তী বুনা নদীর মোহনায় অবস্থিত ফ্রানৎস জোসেফ দ্বীপ এখনো পর্যটন গাইড ও মানচিত্রে রয়েছে। কিন্তু এটি আসলে ২০১২ সালেই সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে।
এই দ্বীপটি ১৮৭০ সালে অস্ট্রিয়ান সম্রাট ফ্রানৎস জোসেফ-এর নামে নামকরণ করা হয়। এর ১৯.৫ হেক্টর জমিতে গাছপালা ও বন্যপ্রাণীতে ভরপুর একখণ্ড উর্বর ভূমি ছিল। 
 এই দ্বীপের কাছেই ছোট একটি পানশালা পরিচালনা করেন এমন এক ব্যক্তি লুলে চোলি আফসোস করে বলেন, আগে এখানে অনেক সামুদ্রিক পাখির অভয়ারণ্য ছিল, আমাদের কাছেও এক শান্তির জায়গা ছিল, এখন আর কিছুই নেই।

শকোদ্রা বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক আরভিস ক্রুমি জানান, এই এলাকার ড্যাম এবং জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ দ্বীপটির বিলুপ্তি ত্বরান্বিত করেছে। এতে কুনে-এর কয়েক কিলোমিটার দক্ষিণের স্থানীয়রাও উদ্বিগ্ন। প্রতিবছর আরও বড় বড় ঝড় হচ্ছে এবং উপকূল আজ যেন গাছের কবরস্থান।

পরিবেশ বিশেষজ্ঞ জাক গিনি বলেন, "সাম্প্রতিক বছরগুলোর জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং স্থলের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে, যা সব পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।’ কিছু এলাকায় প্রতি বছর ২০ মিটার পর্যন্ত ভাঙন হচ্ছে বলে তিনি জানান।
প্লাবন:
ভেরা ফাস্লিয়াই নামের এক ব্যক্তি, যিনি এই এলাকায় "পোসেইডন" নামে একটি ছোট রেস্তোরাঁ চালান। যার নামকরণ গ্রিক সমুদ্রদেবতার নামে, তিনি বলেন, ১৯৭০-এর দশকে উপকূল বরাবর নির্মিত কমিউনিস্ট আমলের বাংকারগুলো এখন সাগরের ঢেউয়ের নিচে তলিয়ে গেছে। সমুদ্রের আঘাত এতটাই শক্তিশালী যে স্থানীয়দের বালির বস্তা দিয়ে তৈরি বাঁধ কোনো কাজে আসেনি। "এখানে আগে দুটি বাংকার ছিল। এখন ওগুলো পানির নিচে। সমুদ্র এগিয়ে আসছে এবং সবকিছু নিয়ে যাবে... চার বা পাঁচ বছরের মধ্যে এখানে কিছুই থাকবে না বলে তিনি সতর্ক করে দেন।

আলবেনিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে দেশের অনেক শহরে বন্যার বড় ঝুঁকি তৈরি হয়েছে।
জাতীয় দুর্যোগ সুরক্ষা সংস্থা অনুযায়ী, এই দশকের শেষ নাগাদ উপকূলীয় অঞ্চলের এক-তৃতীয়াংশ সরাসরি প্লাবনের শিকার হবে।

গলেমে উদ্বেগ:

ডুরেস শহরের দক্ষিণে অবস্থিত গলেম এলাকায় হোটেল মালিকরা উদ্বিগ্ন, কারণ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না এবং উপকূলবর্তী নির্মাণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

"সমুদ্র কর্তৃপক্ষের জেগে ওঠার জন্য অপেক্ষা করবে না," বলেন হোটেল প্রশাসক এডভিন ডুলে।

গত ১৬ বছরে গলেমের উপকূলরেখার ৭০ মিটার ইতিমধ্যেই হারিয়ে গেছে।

স্থানীয়রা বলছেন, মাশরুমের মতো বেড়ে ওঠা হোটেলগুলো ক্ষয়কে আরও বাড়িয়ে তুলেছে এবং পর্যটকদের আকর্ষণ করার জন্য তারা যে সৈকতের উপর নির্ভর করে সেগুলি সঙ্কুচিত করছে।

ডুলে বলেন, এটি একটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা যা সরাসরি অর্থনীতি এবং পর্যটনকে প্রভাবিত করে।

"যদি আমরা পর্যটকদের প্রত্যাশা অনুযায়ী- ছাতা, ডেকচেয়ার এবং বালির উপর কার্যক্রম-অফার করতে না পারি, তবে আমাদের অফারগুলোর মান কমে যাবে। যার ফলে পর্যটকের সংখ্যা কমবে।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবাননের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
শিল্পে উৎপাদন বৃদ্ধির জন্য গ্যাস সরবরাহ করা হবে : জ্বালানি উপদেষ্টা
ঐকমত্য কমিশনের সাথে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা অনুষ্ঠিত
সৃষ্টিশীলতার মাধ্যমে সভ্যতা বিনির্মাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন প্রকৌশলীরা: কাদের গনি চৌধুরী
জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মামলা
প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু ১০ মে
শ্রম পরিদর্শন ও বিভাগের কার্যাবলী সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা হবে : শ্রম সচিব
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আরেক আসামি গ্রেফতার
ইসরাইলের ছাড়া সব জাহাজের জন্য জলপথ নিরাপদ: হুথি
ভারত-পাকিস্তান সংঘর্ষ বন্ধে ‘সংলাপে’র আহ্বান যুক্তরাজ্যের
১০