স্থানীয় কাউন্সিল নির্বাচনে জয়ের পথে শ্রীলঙ্কার ক্ষমতাসীন দল

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৩:১৫

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : শ্রীলঙ্কার বামপন্থী সরকার স্থানীয় কাউন্সিল নির্বাচনে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। গত বছরের জাতীয় নির্বাচনের পর এই  নির্বাচন ছিল তাদের প্রথম ভোট পরীক্ষা। বুধবার প্রাথমিক ফলাফলে দেখা গেছে তারা জয়ী হতে যাচ্ছে তবে কম ব্যবধানে।

কলম্বো  থেকে এএফপি জানায়, মঙ্গলবারের স্থানীয় সরকার নির্বাচনে ঘোষিত কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠতায় প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকের জোট এগিয়ে ছিল, কিন্তু অনেকগুলোয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

বুধবার সকাল পর্যন্ত ঘোষিত ৩৩৯টি কাউন্সিলের মধ্যে ২৫৮টি কাউন্সিলের ফলাফলে দিশানায়েকের ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ২০০টি কাউন্সিলের মধ্যে বৃহত্তম একক দল ছিল। ৯৯টিতে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বাকি ১০১টি কাউন্সিল নিয়ন্ত্রণ করতে বামপন্থী এনপিপি’র অন্যান্য দলের সমর্থন প্রয়োজন হবে।

নভেম্বরের সংসদীয় নির্বাচনে ৬১ শতাংশ ভোটের তুলনায় এনপিপির মোট ভোট ৪৩.৫ শতাংশে নেমে এসেছে।

প্রধান বিরোধী দল এসজেবি (সামাগি জনা বলাভেগয়া) -এর ১৭.৭ শতাংশ থেকে বেড়ে ২০.৬ শতাংশে পৌঁছেছে।

দিশানায়েকে, সেপ্টেম্বরের  প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। তিনি তার জনপ্রিয়তাকে পুঁজি করে দুই মাস পর অনুষ্ঠিত সংসদীয় ভোটেও জয় নিশ্চিত করেন, যা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে হতাশায় ফেলে।

মঙ্গলবার ১ কোটি ৭১ লক্ষ ভোটারের প্রায় ৬০ শতাংশ ভোট দিয়েছে। নভেম্বরে সংসদ নির্বাচনে প্রায় ৭০ শতাংশ এবং সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০