স্থানীয় কাউন্সিল নির্বাচনে জয়ের পথে শ্রীলঙ্কার ক্ষমতাসীন দল

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৩:১৫

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : শ্রীলঙ্কার বামপন্থী সরকার স্থানীয় কাউন্সিল নির্বাচনে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। গত বছরের জাতীয় নির্বাচনের পর এই  নির্বাচন ছিল তাদের প্রথম ভোট পরীক্ষা। বুধবার প্রাথমিক ফলাফলে দেখা গেছে তারা জয়ী হতে যাচ্ছে তবে কম ব্যবধানে।

কলম্বো  থেকে এএফপি জানায়, মঙ্গলবারের স্থানীয় সরকার নির্বাচনে ঘোষিত কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠতায় প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকের জোট এগিয়ে ছিল, কিন্তু অনেকগুলোয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

বুধবার সকাল পর্যন্ত ঘোষিত ৩৩৯টি কাউন্সিলের মধ্যে ২৫৮টি কাউন্সিলের ফলাফলে দিশানায়েকের ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ২০০টি কাউন্সিলের মধ্যে বৃহত্তম একক দল ছিল। ৯৯টিতে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বাকি ১০১টি কাউন্সিল নিয়ন্ত্রণ করতে বামপন্থী এনপিপি’র অন্যান্য দলের সমর্থন প্রয়োজন হবে।

নভেম্বরের সংসদীয় নির্বাচনে ৬১ শতাংশ ভোটের তুলনায় এনপিপির মোট ভোট ৪৩.৫ শতাংশে নেমে এসেছে।

প্রধান বিরোধী দল এসজেবি (সামাগি জনা বলাভেগয়া) -এর ১৭.৭ শতাংশ থেকে বেড়ে ২০.৬ শতাংশে পৌঁছেছে।

দিশানায়েকে, সেপ্টেম্বরের  প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। তিনি তার জনপ্রিয়তাকে পুঁজি করে দুই মাস পর অনুষ্ঠিত সংসদীয় ভোটেও জয় নিশ্চিত করেন, যা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে হতাশায় ফেলে।

মঙ্গলবার ১ কোটি ৭১ লক্ষ ভোটারের প্রায় ৬০ শতাংশ ভোট দিয়েছে। নভেম্বরে সংসদ নির্বাচনে প্রায় ৭০ শতাংশ এবং সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবাননের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
শিল্পে উৎপাদন বৃদ্ধির জন্য গ্যাস সরবরাহ করা হবে : জ্বালানি উপদেষ্টা
ঐকমত্য কমিশনের সাথে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা অনুষ্ঠিত
সৃষ্টিশীলতার মাধ্যমে সভ্যতা বিনির্মাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন প্রকৌশলীরা: কাদের গনি চৌধুরী
জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মামলা
প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু ১০ মে
শ্রম পরিদর্শন ও বিভাগের কার্যাবলী সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা হবে : শ্রম সচিব
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আরেক আসামি গ্রেফতার
ইসরাইলের ছাড়া সব জাহাজের জন্য জলপথ নিরাপদ: হুথি
ভারত-পাকিস্তান সংঘর্ষ বন্ধে ‘সংলাপে’র আহ্বান যুক্তরাজ্যের
১০