স্বাস্থ্য ও শিক্ষার উদ্ভাবনের জন্য এআই গুরুত্বপূর্ণ : বিল গেটস

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৬:০৪ আপডেট: : ০৭ মে ২০২৫, ১৯:২২

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে বলেছেন, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষির নতুন সরঞ্জাম উন্মোচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জাকার্তা থেকে এএফপি  জানায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ার বিস্তৃত দ্বীপপুঞ্জ জুড়ে প্রায় ২৮ কোটি জনসংখ্যার বসবাস। অঞ্চলটিতে ডেটা সেন্টার ও এআই প্রযুক্তির চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

বিল গেটস রাজধানী জাকার্তায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ও ইন্দোনেশিয়ার সমাজ সেবকদের সঙ্গে দেখা করেছেন। এআই-চালিত উদ্ভাবন বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিল গেটস প্রাবোওর সঙ্গে এক বৈঠকে বলেন, ‘এআই আমাদের নতুন সরঞ্জাম আবিষ্কারে সহায়তা করবে। এমনকি স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি পরামর্শ প্রদানের ক্ষেত্রেও আমরা এআই ব্যবহার করব।’

বিল গেটস বলেন, ‘পোলিও নির্মূল করার পর, আমরা হাম ও ম্যালেরিয়াও নির্মূল করার চেষ্টা করতে চাই। এর জন্য আমাদের কাছে কিছু নতুন সরঞ্জাম রয়েছে। অবশ্যই, উদ্ভাবন আমার আশাবাদের একটি অংশ। কারণ আমাদের কাছে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে।’

জাতিসংঘের সংস্থাগুলো পোলিও নির্মূল করার জন্য চার দশক ধরে প্রচারণা চালিয়ে আসছে।

প্রাবোও বলেন, বিলিয়নেয়ার এই সমাজসেবী ২০০৯ সাল থেকে ইন্দোনেশিয়ায় ১৫৯ মিলিয়ন ডলারেরও বেশি দান করেছেন, যার বেশিরভাগই স্বাস্থ্য খাতে। এর মধ্যে টিকা তহবিলও রয়েছে ।

প্রাবোও ‘ইন্দোনেশিয়ার জনগণ ও বিশ্বের প্রতি অবদানের’ জন্য বিল গেটসকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০