ভারত-পাকিস্তান সংঘর্ষ বন্ধে ‘সংলাপে’র আহ্বান যুক্তরাজ্যের

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ২২:১৮
ছবি: সংগৃহীত

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস): কমনওয়েলথ সদস্য ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের পর বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘সংলাপ’ ও ‘উত্তেজনা প্রশমনের’ আহ্বান জানিয়েছেন।

লন্ডন থেকে এএফপি জানায়, কিয়ার স্টারমার পার্লামেন্টে বলেছেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ব্রিটেনজুড়ে অনেকের জন্য গুরুতর উদ্বেগের বিষয় হবে।’

তিনি আরও বলেন, আমরা উভয় দেশের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করছি এবং সংলাপ, উত্তেজনা প্রশমন ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় উৎসাহিত করছি।

পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও পারমাণবিক শক্তিধর দুই  প্রতিবেশীর মধ্যে ‘সংযম’ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে বলেন, যুক্তরাজ্য সরকার ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন এবং দ্রুত, কূটনৈতিক পথ খুঁজে বের করার জন্য সরাসরি সংলাপে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে।

পাকিস্তান কমনওয়েলথের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একটি। ৫৬টি দেশের সমন্বয়ে গঠিত এই সংস্থাটির মধ্যে অনেকগুলোই ব্রিটিশ উপনিবেশ ছিল।

যুক্তরাজ্যে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত বৃহৎ সম্প্রদায় বাস করছে, যাদের অনেকেরই এই অঞ্চলের সঙ্গে ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক রয়েছে।

যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস বিবিসি রেডিওকে বলেন, উত্তেজনা প্রশমনে যুক্তরাজ্য ভারত ও পাকিস্তান উভয়কেই সহায়তা করতে প্রস্তুত।

তিনি বলেন, আমাদের বার্তা হলো—আমরা উভয় দেশের বন্ধু ও অংশীদার। আমরা উভয় পক্ষকে সহায়তা দিতে প্রস্তুত। উভয় দেশেরই আঞ্চলিক স্থিতিশীলতা, সংলাপ ও উত্তেজনা প্রশমনে গভীর স্বার্থ জড়িত। আর আমরা সেই লক্ষ্যে যা কিছু করা সম্ভব, তা করতে প্রস্তুত রয়েছি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের ভেতরে ভ্রমণ এবং কার্যত কাশ্মীর সীমান্ত হিসেবে পরিচিত লাইন অব কন্ট্রোলের ১৬ কিলোমিটারের ভেতরে ভ্রমণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এছাড়া পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ভ্রমণও নিরুৎসাহিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ব্রিটিশ নাগরিকদের আমাদের ভ্রমণ পরামর্শের সঙ্গে আপডেট থাকা উচিত এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফলন ও দাম ভালো, রাজশাহীর বোরো চাষীদের মুখে হাসি
যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা : ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যুক্তরাষ্ট্রের ‘রেড লাইন’, নতুন বৈঠকের আগে হুঁশিয়ারি
আওয়ামী লীগ গণতন্ত্রের ‘পয়জন’ হলে জনগণই তাদের নিষিদ্ধ করবে : গয়েশ্বর
আন্তঃবিশ্ববিদ্যালয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় ঢাবি জসীম উদ্দীন হল চ্যাম্পিয়ন 
প্রধান উপদেষ্টার কাছে ৪৬টি নিরীক্ষা প্রতিবেদন পেশ করলেন মহাহিসাবরক্ষক
ভারত-পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপে খেলবে ৪৮টি দল
বঙ্গোপসাগরে ১২ কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১১টি নৌকা আটক 
সাঁতারে আগামী দিনের প্রতিভার সন্ধানে শুরু ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’
ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর আকাশসীমা খুলে দিল পাকিস্তান
১০