ইরানে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৭:০৭ আপডেট: : ১৮ জুন ২০২৫, ১৭:০৯
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ জুন, ২০২৫ (বাসস) : ইসরাইলি সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, ইরানে হামলার সময় তাদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ইসরাইল-ইরান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো দেশটি ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে।

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনটি ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে।

জেরুজালেম থেকে এএফপি একথা জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কোনো ধরনের তথ্য ফাঁসের ঝুঁকি নেই।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে ইসরাইলি বিমান বাহিনীর একটি সশস্ত্র হার্মেস ড্রোনের ধ্বংসাবশেষের চিত্র প্রকাশ করা হয়েছে।

গত শুক্রবার থেকে ইসরাইল প্রতিদিন ইরানে বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলায় বিশেষ করে ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক স্থাপনা ও পরমাণু সংশ্লিষ্ট এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

বুধবার ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেন, আমরা ইরানের আকাশে স্বাধীনভাবে বিমান হামলা চালাচ্ছি। এতে ডজনখানেক বিভিন্ন ধরনের  বিমান ব্যবহার করা হচ্ছে। আমরা ইরানের যেখানে প্রয়োজন মনে করব, সেখানেই আঘাত হানব । হ্যাঁ, প্রতিরোধ রয়েছে। কিন্তু আমরা আকাশ নিয়ন্ত্রণে রেখেছি এবং তা বজায় রাখব।

ইসরাইলি সেনাবাহিনী সোমবার জানায়, তারা তেহরানের আকাশে পূর্ণাঙ্গ আধিপত্য বজায় রেখেছে।

বুধবার সকালে এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ইসরাইলি বিমান বাহিনীর ৫০টির বেশি যুদ্ধবিমান তেহরান এলাকায় হামলা চালায়। 

এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলংকা
১০