আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান: জেনেভায় রাষ্ট্রদূত

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৯:৪০

ঢাকা, ১৮ জুন, ২০২৫ (বাসস): ইসরাইল কিংবা যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসনের জবাবে ইরান ‘কঠোর প্রতিক্রিয়া’ জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি বাহরাইনি।

জেনেভা থেকে এএফপি জানায়, ইরানের রাষ্ট্রদূত এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা যেকোনো পক্ষের আগ্রাসনের জবাবে কঠোরভাবে প্রতিক্রিয়া জানাব — সেটা ইসরাইল হোক অথবা যুক্তরাষ্ট্র হোক।

তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছি, যদি তারা আগ্রাসনে জড়ায়, তবে আমরা অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া জানাব এবং আমরা যুক্তরাষ্ট্রসহ যে কোনো পক্ষের আগ্রাসন থামাতে প্রতিজ্ঞাবদ্ধ।

দীর্ঘদিনের শত্রুতা ও ছায়াযুদ্ধের পর ইসরাইল গত ১৩ জুন থেকে ইরানের ওপর নজিরবিহীন বিমান হামলা শুরু করে। তারা বলছে, এ হামলার লক্ষ্য হচ্ছে ইরানকে পরমাণু অস্ত্রে শক্তিধর হওয়া থেকে বিরত রাখা। তবে পরমাণু অস্ত্রে শক্তিধর হওয়ার চেষ্টার বিষয়টি তেহরান বরাবরই অস্বীকার করে আসছে।

বুধবার ভোরে ইরান জানায়, তারা ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার সর্বশেষ ঘটনা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের এই বিমান হামলায় ওয়াশিংটনের কোনো সম্পৃক্ততা নেই। তবে তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, তার ধৈর্যের সীমা ক্ষীণ হয়ে আসছে।

জাতিসংঘের সংবাদ প্রতিনিধি সংস্থার সাংবাদিকদের বাহরাইনি বলেন, তেহরান ইসরাইলি হামলার জবাবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, আমরা অত্যন্ত কঠোর ও মারাত্মকভাবে জবাব দেব এবং সেটাই এখন করছি। কেউ যেন ইরানের কাছ থেকে কোনো ধরনের সংযমের আশা না করে।

বাহরাইনি পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলোর অবস্থান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, যখন আমরা বিভিন্ন দেশের অবস্থান দেখি, বিশেষ করে পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলোর অবস্থানে দেখা যায়, তারা এসব হামলা ও আগ্রাসনের নিন্দা তো করছেই না, বরং সেগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০