ভারতে ইলন মাস্কের স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সেবার অনুমোদন

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ২০:১৩

ঢাকা, ১৮ জুন, ২০২৫ (বাসস) : ভারত আনুষ্ঠানিকভাবে ইলন মাস্কের স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সেবাকে অনুমোদন দিয়েছে। দেশটির যোগাযোগমন্ত্রী এটিকে দেশটির ‘সংযোগের পরবর্তী সীমানা’ উন্মোচনের পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।

নয়াদিল্লি থেকে এএফপি জানায়, স্টারলিঙ্ক স্যাটেলাইট ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে। তবে এই সেবার সূচনাকে কেন্দ্র করে ভারতে আগ্রাসী মূল্যনীতি ও স্পেকট্রাম বণ্টন নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে।

ভারতের যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, তিনি স্টারলিঙ্কের মালিক প্রতিষ্ঠান স্পেসএক্স-এর প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার গুইন শটওয়েলের সঙ্গে ‘গঠনমূলক বৈঠক’ করেছেন।

মন্ত্রী বলেন, শটওয়েল ‘স্টারলিঙ্ককে দেওয়া লাইসেন্সের প্রশংসা করেছেন এবং এটিকে একটি দারুণ সূচনা বলে অভিহিত করেছেন।’

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মঙ্গলবার রাতে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, ভারতের শীর্ষ দুই টেলিকম অপারেটর জিও প্ল্যাটফর্মস এবং প্রতিদ্বন্দ্বী ভারতী এয়ারটেল চলতি বছরের মার্চ মাসে স্পেসএক্সের সঙ্গে চুক্তি করে তাদের গ্রাহকদের মধ্যে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল।

স্পেকট্রাম বরাদ্দ কৌশল নিয়ে মাস্কের সঙ্গে এশিয়ার শীর্ষ ধনী এবং জিও মালিক মুকেশ আম্বানির বিরোধও হয়েছে।

বর্তমানে ভারতে মাস্কের ব্যবসায়িক কার্যক্রম মূলত তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সীমাবদ্ধ থাকলেও তার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাও ভারতীয় বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
জয়সওয়ালকে বল ছুঁড়ে শাস্তি পেলেন সিলেস
নানা আয়োজনে জয়পুরহাটে দুর্যোগ প্রশমন দিবস পালিত
গোপালগঞ্জে বাসের ধাক্কায় কৃষক নিহত
টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান
আন্দোলনরত শিক্ষার্থীদের চমেক ডেন্টাল ইউনিট ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
১০