শান্তি আলোচনার ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছালে জেলেনস্কির সঙ্গে দেখা করবেন পুতিন

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৩:৪২ আপডেট: : ১৯ জুন ২০২৫, ১৩:৪৭

ঢাকা, ১৯ জুন, ২০২৫ (বাসস) : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, তিন বছর ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে শান্তি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। খবর এএফপি’র।

পুতিন আরও বলেন, ‘সামরিক আইনের আওতায় জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শান্তিচুক্তিতে তার সই করার কোনো অধিকার নেই। তবে কিয়েভ এই দাবিকে ভিত্তিহীন প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে।’

সেন্ট পিটার্সবার্গে এএফপিসহ বিদেশি সাংবাদিকদের পুতিন বলেন, ‘আমাদের এমন একটি সমাধানে পৌঁছাতে হবে, যা কেবল বর্তমান সংঘাতের অবসানই নয়, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আবার যেন না ঘটে, সেটিও নিশ্চিত করবে।’

তবে তিনি যোগ করেন, আলোচনাটা হবে কেবল ‘চূড়ান্ত পর্যায়ে’, যেন বারবার বিষয়টি নিয়ে বসতে না হয়, বরং তা একবারেই শেষ করা যায়।

তিন বছর ধরে চলা যুদ্ধ শেষ করার আলোচনা সম্প্রতি থেমে গেছে। রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ বন্ধে তার কঠোর শর্তগুলো থেকে সরে আসছেন না। একইসঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও সরাসরি দেখা করতে রাজি নন।

কিয়েভ অভিযোগ করেছে, মস্কো শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করে যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলংকা
১০