শান্তি আলোচনার ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছালে জেলেনস্কির সঙ্গে দেখা করবেন পুতিন

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৩:৪২ আপডেট: : ১৯ জুন ২০২৫, ১৩:৪৭

ঢাকা, ১৯ জুন, ২০২৫ (বাসস) : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, তিন বছর ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে শান্তি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। খবর এএফপি’র।

পুতিন আরও বলেন, ‘সামরিক আইনের আওতায় জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শান্তিচুক্তিতে তার সই করার কোনো অধিকার নেই। তবে কিয়েভ এই দাবিকে ভিত্তিহীন প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে।’

সেন্ট পিটার্সবার্গে এএফপিসহ বিদেশি সাংবাদিকদের পুতিন বলেন, ‘আমাদের এমন একটি সমাধানে পৌঁছাতে হবে, যা কেবল বর্তমান সংঘাতের অবসানই নয়, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আবার যেন না ঘটে, সেটিও নিশ্চিত করবে।’

তবে তিনি যোগ করেন, আলোচনাটা হবে কেবল ‘চূড়ান্ত পর্যায়ে’, যেন বারবার বিষয়টি নিয়ে বসতে না হয়, বরং তা একবারেই শেষ করা যায়।

তিন বছর ধরে চলা যুদ্ধ শেষ করার আলোচনা সম্প্রতি থেমে গেছে। রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ বন্ধে তার কঠোর শর্তগুলো থেকে সরে আসছেন না। একইসঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও সরাসরি দেখা করতে রাজি নন।

কিয়েভ অভিযোগ করেছে, মস্কো শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করে যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
জয়সওয়ালকে বল ছুঁড়ে শাস্তি পেলেন সিলেস
নানা আয়োজনে জয়পুরহাটে দুর্যোগ প্রশমন দিবস পালিত
গোপালগঞ্জে বাসের ধাক্কায় কৃষক নিহত
টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান
আন্দোলনরত শিক্ষার্থীদের চমেক ডেন্টাল ইউনিট ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
১০