কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর ২৭ জুন

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৫:৫৫

ঢাকা, ১৯ জুন, ২০২৫ (বাসস) : গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো প্রজাতন্ত্র ও রুয়ান্ডার প্রতিনিধিরা পূর্ব কঙ্গোর সংঘাতের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করবে। 

বুধবার এক যৌথ বিবৃতিতে বলা হয়, ২৭ জুন আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

ওয়াশিংটন থেকে এএফপি একথা জানিয়েছে।

দুই দেশ ও তাদের  মধ্যস্থতাকারী  মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতারের প্রকাশিত বিবৃতিটিতে বলা হয়, এপ্রিল মাসে স্বাক্ষরিত নীতিমালার ঘোষণাপত্রের ওপর ভিত্তি করে লিখিত চুক্তিটিতে ‘পূর্ব কঙ্গোর আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা ও শত্রুতা নিষিদ্ধকরণের বিধান অন্তর্ভুক্ত রয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মাসের শেষের দিকে ওয়াশিংটনে চুক্তিটির  স্বাক্ষর প্রত্যক্ষ করবেন।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজধানীতে কঙ্গো ও রুয়ান্ডার কর্মকর্তাদের মধ্যে তিন দিনের সংলাপের প্রেক্ষিতে রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ সম্পর্কিত গঠনমূলক’ চুক্তিটি লিখিত হয়েছে।

‘রাষ্ট্র বহির্ভূত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিচ্ছিন্নতা, নিরস্ত্রীকরণ ও শর্তসাপেক্ষে একীভূতকরণ’ সম্পর্কিত বিধানও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

সরকার বিরোধী এম২৩ সশস্ত্র গোষ্ঠী বছরের শুরুতে পূর্ব ডিআর কঙ্গোতে হামলা শুরু করলে, এতে কয়েক হাজার মানুষ নিহত হয়।

এম২৩ সশস্ত্র গোষ্ঠীটি জানুয়ারির শেষের দিকে গোমার নিয়ন্ত্রণ নেয় এবং পরে বুকাভু নগরী দখল করে এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোয় শাসন কাঠামো স্থাপন করে।

রুয়ান্ডার সীমান্তবর্তী সম্পদ সমৃদ্ধ পূর্ব ডিআরসি তিন দশক ধরে সহিংসতায় জর্জরিত। ২০২১ সালের শেষের দিকে এম২৩- এর পুনরুত্থিত হয়ে সেখানে নতুন করে আক্রমণ শুরু করে।

রুয়ান্ডা গত মাসে জানায়, তার প্রতিবেশীর সঙ্গে সংকটের অবসানের জন্য জুনের মাঝামাঝি ওয়াশিংটনে একটি চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
জয়সওয়ালকে বল ছুঁড়ে শাস্তি পেলেন সিলেস
নানা আয়োজনে জয়পুরহাটে দুর্যোগ প্রশমন দিবস পালিত
গোপালগঞ্জে বাসের ধাক্কায় কৃষক নিহত
টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান
আন্দোলনরত শিক্ষার্থীদের চমেক ডেন্টাল ইউনিট ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
১০