৩১ আগস্ট চীন সফরে যাচ্ছেন পুতিন

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ২০:৩৫

ঢাকা, ১৯ জুন, ২০২৫ (বাসস): রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন চলতি বছরের ৩১ আগস্ট চীন সফরে যাচ্ছেন।

বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে, সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন, একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।

মস্কো থেকে এএফপি জানায়, পুতিনের সহকারী কর্মকর্তা ইউরি উশাকভ বলেন, ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠেয় চীনা নেতৃত্বাধীন আঞ্চলিক ফোরাম ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)’ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রেসিডেন্ট পুতিন।

২ সেপ্টেম্বর পুতিন ও শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং পরদিন ৩ সেপ্টেম্বর তিনি বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে, চলতি বছরের ৯ মে মস্কোতে আয়োজিত সামরিক কুচকাওয়াজে শি জিনপিং গণ্যমান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে ইউরোপে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০ বছর পূর্তি উদযাপন করা হয়।

পুতিন ও শি জিনপিং একে অপরকে প্রায়ই ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে তারা পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক হামলা শুরুর ঠিক আগে রাশিয়া  চীনের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব’ চুক্তি স্বাক্ষর করে।

সমালোচকদের অভিযোগ, রাশিয়া ও চীন উভয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিকৃত করছেন এবং তাদের সম্প্রসারণবাদী পররাষ্ট্রনীতিকে ন্যায্যতা দিতে ওই যুদ্ধের প্রেক্ষাপটকে ব্যবহার করছেন।

চীন সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ৮০ বছর উদযাপন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেপ্টেম্বরেই জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান ঢাকার
সারাদেশে মামলা পরিচালনায় প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুদক 
সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার
ডিএনসিসির মাঠ ও পার্ক দখলমুক্ত করে ব্যবহারের দাবি 
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ক পর্যালোচনা সভা 
রেকর্ড তৃতীয়বার পিএফএ বর্ষসেরা খেলোয়াড় সালাহ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৫৬
১০