ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দায় পুতিন ও শি : কূটনৈতিক সমাধানের আহ্বান

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ২১:৪৪

ঢাকা, ১৯ জুন, ২০২৫ (বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার চীনা সমকক্ষ শি জিনপিং ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। 

মস্কো থেকে এএফপি জানায়, গত বৃহস্পতিবার টেলিফোনে কথা বলার সময় তারা এ ব্যাপারে কূটনৈতিক সমাধানের জোর দেন। মস্কো ও বেইজিং থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ইসরাইল সম্প্রতি ইরানে দফায় দফায় হামলা চালিয়েছে। এর জবাবে ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। 

পুতিন ও শি জিনপিং ইসরাইলের এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের ফোনালাপের পর ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইউরি উশাকভ আরো বলেন, এই সংকট কূটনৈতিকভাবে এবং রাজনৈতিক উপায়ে সমাধান করা সম্ভব বলে মনে করেন দুই নেতা।

শি জিনপিং তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনকে বলেছেন, এই মুহূর্তে যুদ্ধবিরতি সবচেয়ে বেশি দরকার। সেই সঙ্গে ইসরাইলকে অবিলম্বে হামলা থামানোর আহ্বান জানান তিনি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য প্রকাশিত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া শি জিনপিংয়ের বরাতে বলেছে, একটি যুদ্ধবিরতি কার্যকর করা এবং সহিংসতা থামানো এই মুহূর্তে সর্বাধিক গুরুত্বের দাবিদার। সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক আইন মেনে চলছে না বলেও মনে করেন শি জিনপিং। 

তিনি বলেন, সহিংসতায় জড়িত পক্ষগুলোর মধ্যে বিশেষ করে ইসরায়েলকে তাদের উগ্রতা থামাতে হবে এবং এই যুদ্ধকে দীর্ঘায়িত হওয়ার পথ বন্ধ করতে হবে।

এই যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে থাকতে আপত্তি নেই পুতিনের। ইরানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে রাশিয়ার। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরানের সঙ্গে সামরিক সম্পর্ক আরো জোরদার হয়েছে মস্কোর। এছাড়া ইসরায়েলের সঙ্গেও সখ্যতা রয়েছে রাশিয়ার।

পুতিন গত সপ্তাহে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছিলেন। সেসময় তিনি সহিংসতা বন্ধে মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাবও দিয়েছিলেন।

ক্রেমলিন জানিয়েছে, ইরান ও ইসরাইলের মধ্যকার সংঘর্ষ থামাতে শি জিনপিং মধ্যস্থতা করার ব্যাপারে কথা বলেছেন। এতে বর্তমান পরিস্থিতি শান্ত হবে বলেও মনে করেন তিনি।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁসহ পশ্চিমা নেতারা পুতিনের এই প্রস্তাব ইতিবাচকভাবে দেখছেন না। বরং পুতিনকে ইউক্রেন সংকট নিরসনের পরামর্শ দিয়েছেন তারা।

গত বুধবার ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। তাকে (পুতিনকে) বলব, একটা উপকার করুন, নিজেরই মধ্যস্থতা করুন।

আগে রাশিয়ার মধ্যস্থতা করুন, ঠিক আছে? আমি বলবো, ভ্লাদিমির, আপনি আগে রাশিয়ার জন্য মধ্যস্থতা করুন, এ ব্যাপারে (ইরান-ইসরাইল সংঘাত সম্পর্কে) পরে শঙ্কা প্রকাশ করুন বলেও মন্তব্য করেন ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান ঢাকার
সারাদেশে মামলা পরিচালনায় প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুদক 
সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার
ডিএনসিসির মাঠ ও পার্ক দখলমুক্ত করে ব্যবহারের দাবি 
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ক পর্যালোচনা সভা 
রেকর্ড তৃতীয়বার পিএফএ বর্ষসেরা খেলোয়াড় সালাহ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৫৬
ইউক্রেনের ‘নিরাপত্তা নিশ্চয়তা’ নিয়ে আলোচনায় বসছেন ন্যাটো প্রধানরা
চট্টগ্রামে যুবলীগ ক্যাডার বাবর ও স্ত্রী’র বিরুদ্ধে দুদকের মামলা
১০