১১ হাজার কিলোমিটার দূর থেকে আফ্রিকায় প্রথম সফল টেলিসার্জারি করলেন মার্কিন চিকিৎসক

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৯:৫২

ঢাকা, ২০ জুন, ২০২৫ (বাসস) : আফ্রিকার ইতিহাসে প্রথমবারের মতো দূর নিয়ন্ত্রিত রোবোটিক সার্জারির মাধ্যমে এক ক্যান্সার রোগীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অ্যাঙ্গোলায় এই অস্ত্রোপচারের সময় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে চিকিৎসক রোবট পরিচালনা করেছেন—যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দূরতম টেলিসার্জারি হিসেবেও রেকর্ড গড়েছে।

লুয়ান্ডা থেকে এএফপি জানায়, গত ১৪ জুন, অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় ৬৭ বছর বয়সী ফার্নান্দো দা সিলভার প্রোস্টেট ক্যান্সার অপসারণে (প্রোস্টেটেকটমি) এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। এটি আংশিক বা পূর্ণ প্রোস্টেট গ্রন্থি অপসারণের পদ্ধতি।

এই অত্যাধুনিক অপারেশনটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অ্যাডভেন্টহেলথ হাসপাতালের গ্লোবাল রোবোটিক্স ইনস্টিটিউটের মেডিকেল ডিরেক্টর ড. বিপুল প্যাটেল।

'অ্যাঙ্গোলার কার্ডিনাল ডোম আলেক্সান্দ্রে দো নাসিমেন্তো কমপ্লেক্স হাসপাতাল (সিএইচডিসি) জানায়, 'এটাই অ্যাঙ্গোলা তথা আফ্রিকা মহাদেশে সম্পন্ন হওয়া প্রথম রোবোটিক টেলিসার্জারি।'

অস্ত্রোপচারের সময় অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন সার্জন, অ্যানেস্থেটিস্ট, নার্স, প্রকৌশলী এবং ড. প্যাটেলের একজন সহকারী—যারা সরাসরি চিকিৎসার দায়িত্বে ছিলেন।

হাসপাতালের পরিচালক কার্লোস আলবার্তো মাসেকা বলেন, 'অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে।'

তিনি জানান, তিন দিন পরই রোগী ফার্নান্দো সুস্থ হয়ে বাসায় ফিরে যান।

বিশ্ব ক্যান্সার পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, সাব-সাহারান আফ্রিকায় পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যান্সার মৃত্যুর প্রধান কারণ।

অ্যাঙ্গোলাসহ আফ্রিকার বহু দেশেরই এখনো প্রাথমিক রোগ নির্ণয় এবং বিশেষায়িত সার্জারির ক্ষেত্রে সীমিত সুযোগ রয়েছে।

এই টেলিসার্জারিকে 'একটি বৈপ্লবিক অগ্রগতি' হিসেবে বর্ণনা করেছেন ড. প্যাটেল। তিনি বলেন, 'এটি শুধু প্রযুক্তিগত নয়, বরং বৈশ্বিক স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠার পথেও এক বিশাল পদক্ষেপ।'

তিনি আরও বলেন, 'এ ধরনের টেলিসার্জারি দূরবর্তী ও সুবিধাবঞ্চিত অঞ্চলগুলোর জন্য উচ্চমানের চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক মানবিক বিপ্লবের সূচনা করেছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলংকা
১০